Tripura : ৬০০০ টাকা খোয়ালেন এক মহিলা!
Tripura : ৬০০০ টাকা খোয়ালেন এক মহিলা!
প্রতারক চক্রের জালে পা দিয়ে ৬০০০ টাকা খোয়ালেন এক মহিলা! বেশ কয়েক বছর ধরে ত্রিপুরা পুলিশের এবং রাজ্য, বহি:রাজ্য বিভিন্ন সংবাদ মাধ্যমের পক্ষ থেকে সকলকে বলা হয়েছিল প্রতারক চক্রের কাছ থেকে দূরে থাকার জন্য। কিন্তু, তারপরেও মানুষ সেই রকমভাবে জাগ্রত হচ্ছে না। যার ফলে এখনো কিছু কিছু মানুষ প্রতারক চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব খোয়াতে হচ্ছে। ঠিক একইভাবে ত্রিপুরা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনমালা এলাকার দুই নং ওয়ার্ডের রবিজিৎ গোস্বামীর স্ত্রী সুস্মিতা দাস গোস্বামী গত কিছুদিন আগে তার মোবাইলের ফেসবুকের মাধ্যমে দেখতে পায় নটরাজ কাঠপেন্সিল কোম্পানির কাজ করলে প্রচুর টাকা রোজগার করা যায়। সেই অনুযায়ী সুস্মিতা দাস গোস্বামী ফেসবুক থেকে ওই কোম্পানির নাম্বারে যোগাযোগ করলে তার সমস্ত কাগজপত্র whatsapp এর মাধ্যমে দিতে বলে। সেই প্রতারক চক্রের কথা অনুসারে তাদের হোয়াটসঅ্যাপে সমস্ত কাগজপত্র জমা দেয়। তারপরেই শুরু হয় জাল বিস্তার করা। সুস্মিতা দাস গোস্বামী নামে সেই গৃহবধূকে মোবাইলের মাধ্যমে একটি ভূয়ো পরিচয় পত্র দেওয়া হয়। #newstoday #newsvideo #current_affairs #tripura #tripuranews @ubanglatvofficial
What's Your Reaction?