Tripura : হঠাৎ বনদপ্তরের উচ্ছেদ অভিযান!
Tripura : হঠাৎ বনদপ্তরের উচ্ছেদ অভিযান!
গত কিছুদিন ধরে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর কিল্লা থানাধীন পূর্ব গকুলপুর রাইয়াবাড়ি মুসলিম পাড়া এলাকায় ৪৬ টি পরিবার দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছিল। ওই মুসলিম পরিবারগুলি এক সময় সন্ত্রাসবাদীদের দ্বারা আক্রমনের শিকার হওয়ায় বাড়িঘর ছেড়ে উদবাস্তু হয়ে ১৯৮৫ সাল থেকে ২০০৩ সালে তৎকালীন ত্রিপুরা সরকার তাদেরকে বসবাস করার জন্য পুনবাসন দেয়।এবং একসময় মুসলিম সম্প্রদায় সহ বেশ কিছু উপজাতি লোকজনদের নিয়ে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি গঠন করে গড়ে তোলা হয়। সরকারের পক্ষ থেকে এই পরিবারগুলোকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যেমন দেওয়া হয় তেমনি ত্রিপুরা সরকারের নির্দেশমতে পানীয় জল,বিদ্যুৎ সহ রাস্তাঘাট তৈরী করে দেওয়া হয়। তারপর ও বেশ কয়েকবছর ধরে বনদপ্তর পরিবারগুলোকে সেখান থেকে উঠে যাবার জন্য নির্দেশ দেয়।অবশেষে বৃহস্পতিবার গোমতী ত্রিপুরা জেলার পুলিশ, ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ান সহ জেলা প্রশাসন,মহকুমা প্রশাসন, বনদপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে সাত পরিবারের ঘর, তাদের লাগানো হাজার হাজার গাছ ধ্বংস করে দেওয়া হয়। সরকারি নির্দেশ মতে তারা এই উচ্ছেদ অভিযান করেছে।
#tripura #tripuranews #tripuracm
What's Your Reaction?