Tripura : স্টেট রাইফেলস জওয়ানদের ক্যাম্প স্থানান্তরের প্রতিবাদে মহিলাদের আন্দোলন!

Tripura : স্টেট রাইফেলস জওয়ানদের ক্যাম্প স্থানান্তরের প্রতিবাদে মহিলাদের আন্দোলন!

Jun 23, 2023 - 14:48
 0  12

সিপাহীজলা ত্রিপুরা জেলা বিশ্রামগঞ্জ বাজার সংলগ্ন সমতল আমতলী এলাকায় জাতীয় সড়কের পাশে ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানদের ক্যাম্প ২০০০ সালে স্থাপন হয়েছিল। কিন্তু, হঠাৎ ত্রিপুরা স্টেট রাইফেলস ক্যাম্পের জওয়ানরা গাড়ি করে তাদের আসবাবপত্র, সামগ্রী নিয়ে রওনা হন ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানদের দেওয়ানবাজার পাথালিয়া ঘাট ক্যাম্পের দিকে। বিষয়টি জানতে পেরে এলাকার মহিলারা ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানদের পথ আটকিয়ে ক্যাম্প যেন অন্যত্র স্থানান্তর না হয় তার জন্য আন্দোলন করতে থাকে। #newstoday #newsvideo #current_affairs #tripura #tripuranews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow