Nadia : মাঝ গঙ্গায় ফুটবল খেলার মাঠ : U Bangla TV

Nadia : মাঝ গঙ্গায় ফুটবল খেলার মাঠ : U Bangla TV

Jan 17, 2024 - 15:52
 0  6

মাঝ গঙ্গায় ফুটবল খেলার মাঠ, নাকি চর! বোঝা দায়। নতুন চরে সাধারণ মানুষের ভিড়।গতিপথ বদল গঙ্গার, নাব্যতা হারিয়ে বয়ে চলেছে গঙ্গা। একদিকে ভাঙন, অন্যদিকে নতুন চর, গতিপথ বদল গঙ্গার। আতঙ্কে গঙ্গা তীরবর্তী এলাকার মানুষ। নদীয়ার কল্যাণী ব্লকের মাঝেরচর এলাকায় দীর্ঘ কয়েকশো মিটার এলাকা জুড়ে গঙ্গার বুকে নতুন করে চর গজিয়ে উঠেছে। গজিয়ে ওঠা চরের কিছুটা দূরে ঈশ্বরগুপ্ত সেতু এবং পাশে আর একটি সেতু নির্মাণ হচ্ছে। অন্যদিকে, কাছেই হুগলি জেলায় রয়েছে ব্যান্ডেল তাপ বিদ্যুৎ কেন্দ্র। এই গঙ্গার উপর দিয়েই মাঝে মাঝেই ব্যান্ডেল তাপ বিদ্যুৎ কেন্দ্র বা ফারাক্কা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভেসেলে করে কয়লা বা ছাই নিয়ে চলাচল করে। নাব্যতা হারিয়ে গঙ্গার এই রূপ ধারণের জন্য ভবিষ্যতে ভাঙন শুরু হতে পারে। আতঙ্কে গঙ্গা তীরবর্তী এলাকার মানুষ। যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের দাবি, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ড্রেজিং করার জন্য অর্থ অনুমোদন করেছে প্রায় ৭০০ কোটি টাকা। ফারাক্কা থেকে হলদিয়া পর্যন্ত ড্রেজিংয়ের কাজ জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে শুরু হবে বলে আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী।অন্যদিকে, নতুন করে গঙ্গার বুকে চর গজিয়ে ওঠা নিয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান পঙ্কজ কুমার সিং। তিনি বলেন, তাদের এই দপ্তরের রাজ্য মন্ত্রী বিষয়টি দেখে গেছেন নিশ্চয়ই আগামী দিনে কাজ হবে। প্রতিদিন গঙ্গা তার নাব্যতা হারাচ্ছে, হারাচ্ছে তার গতিপথ। ভাঙছে পাড়। ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। #nadia #nadianews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow