Tripura : সমগ্র রাজ্য এবং দেশের নাম উজ্জ্বল করল সপ্তম শ্রেণির ছাত্রী উৎকর্ষী মজুমদার
Tripura : সমগ্র রাজ্য এবং দেশের নাম উজ্জ্বল করল সপ্তম শ্রেণির ছাত্রী উৎকর্ষী মজুমদার
অঙ্কন শিক্ষায় আবারো ওয়াল্ড বুক রেকর্ড, ইন্ডিয়ান বুক অফ রেকর্ড এবং ন্যাশনাল বুক অফ রেকর্ডে স্থান পেয়ে সমগ্র রাজ্য এবং দেশের নাম উজ্জ্বল করল সপ্তম শ্রেণির ছাত্রী উৎকর্ষী মজুমদার!
ধলাই ত্রিপুরা জেলার লংতরাইভ্যালি ছৈলেংটা ফিসারি পাড়া এলাকার এক নং ওয়ার্ডের দেবাশীষ মজুমদারের ১২ বছরের মেয়ে উৎকর্ষী মজুমদার চার বছর বয়স থেকেই অঙ্কনের সাথে যুক্ত হয়ে পড়ে। ধীরে ধীরে অঙ্কনে তার মনোযোগী ও বাড়তে থাকে। উৎকর্ষী মজুমদার ছৈলেংটা হলিক্রস হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। সে দেশ ও দেশের বাইরে অনলাইনের মাধ্যমে অঙ্কন প্রতিযোগিতায় সেরা স্থান পেয়েছে। তার এই প্রতিভার জন্য ইন্ডিয়ান বুক অফ রেকর্ড, জাতীয় বুক অফ রেকর্ড এবং ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে স্থান করে নেয়। সে ভারতীয় ২১ টি থেমেটিক ম্যাপ এঁকে এবং কাঠের গুড়ো দিয়ে ১০০ টি পোট্রেট বানিয়ে ইনফ্লুয়েন্সার বুক অফ রেকর্ড করেছে। তার সর্বমোট রেকর্ড হল ৩০ টি এর মধ্যে ওয়ার্ল্ড রেকর্ড করতে পেরেছে ২৮ টি। সে দেশ ও দেশের বাইরে অঙ্কনের প্রতিভাকে কাজে লাগিয়ে ১২৩ টি সার্টিফিকেট অর্জন করতে পেরেছে। এছাড়াও ১২ বছরের উৎকর্ষী মজুমদার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে ৪৬ টি। তার এই মেধা এবং প্রতিভার জন্য তার মা, বাবা যেমনটা খুশি, ঠিক তার পাশাপাশি গোটা রাজ্যের মানুষ ও অত্যন্ত খুশি। উৎকর্ষী মজুমদারের ঘরে প্রচুর পুরস্কার এবং সার্টিফিকেটের ছড়াছড়ি।সে জানিয়েছে, তার এই জয় শুধু তার একা জয় নয়। গোটা দেশের এবং রাজ্যের জয়। উৎকর্ষী মজুমদার তার এই প্রতিভাকে সঙ্গী করে আগামী দিনে আরো অনেক কিছু করতে চায় তার জন্য সে সকলের আশীর্বাদ কামনা করেছে। #breakingnews #newstoday #banglanews #tripuranews #tripura @ubanglatvofficial
What's Your Reaction?