Tripura : কৃষকদের আয় দ্বিগুণের লক্ষ্যে সচেষ্ট ত্রিপুরার কৃষকবন্ধু সরকার

Tripura : কৃষকদের আয় দ্বিগুণের লক্ষ্যে সচেষ্ট ত্রিপুরার কৃষকবন্ধু সরকার

Jul 11, 2023 - 17:19
 0  3

মঙ্গলবার ত্রিপুরা জিরানিয়ায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরার খাদ্য ও জনসংভরণ এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে ত্রিপুরার কৃষকদের কাছ থেকে সরকারি সহায়ক মূল্যে চলতি রবি মরসুমের ধান কেনার কাজ শুরু হল। এই উপলক্ষ্যে জিরানিয়া মহকুমার মাধববাড়ীস্থিত আন্তঃরাজ্য ট্রাক টার্মিনাসে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলিত করে জিরানিয়া মহকুমার অধীন বিভিন্ন এলাকার কৃষকদের ক‍াছ থেকে ধান ক্রয়ের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন ত্রিপুরার খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সেখানে উপস্থিত কৃষকদের সম্বোধন করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী তার বক্তব্যে বলেন, ত্রিপুরায় কৃষকবন্ধুদের প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সর্বদাই সহানুভূতিশীল। তাঁর নির্দেশেই ধারাবাহিকতা বজায় রেখে কৃষকদের কাছ থেকে সরকারি সহায়ক মূল্যে আবারও ধান কেনার কাজ শুরু হয়েছে। কৃষকরা খোলাবাজারে ধান বিক্রি করে যে দাম পান তার থেকে অনেক বেশি দাম পান সরকারি ধান ক্রয়কেন্দ্রে। শুধুমাত্র কৃষকরাই যাতে এই সুবিধা পান তাঁর জন্য সচেষ্ট রয়েছে ত্রিপুরার কৃষকবন্ধু সরকার। মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো বলেন, ত্রিপুরার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় ত্রিপুরার কৃষকদের কাছ থেকে ন্যুনতম সহায়ক মূল্যে এবছরও ধান ক্রয় করছে এফ.সি.আই। এটা একটা ঐতিহাসিক ঘটনা। ধানের মূল্য বৃদ্ধিতে কৃষকদের উৎসাহ বেড়েছে৷ ফলে, ফলনও বেড়েছে। ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের কর্মসূচি শুরু হওয়ার পর থেকে ত্রিপুরায় কয়েক লক্ষ কৃষক উপকৃত হয়েছেন। তাতে, ত্রিপুরা সরকারের আর্থিক বোঝা বেড়েছে ঠিকই, কিন্তু কৃষকরা আর্থিকভাবে লাভবান হয়েছেন।অতীতে ত্রিপুরায় এমএসপি-র মাধ্যমে ধান কেনার কোনও বন্দোবস্তই ছিল না। ফলে কৃষকরা বঞ্চিত হতেন। বর্তমান ত্রিপুরা সরকার তা শুরু করেছে৷ ত্রিপুরা সরকার কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি ২০৪০ টাকা দরে ধান ক্রয় করছে। এবছর ত্রিপুরা সরকার কৃষকদের কাছ থেকে ৩৫,০০০ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। #breakingnews #newstoday #banglanews #tripuranews #tripura  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow