Tripura : রোমান হরফ নিয়ে কমিটি বাতিলের দাবি জানিয়েছেন ত্রিপুরার বিরোধী দলনেতা
Tripura : রোমান হরফ নিয়ে কমিটি বাতিলের দাবি জানিয়েছেন ত্রিপুরার বিরোধী দলনেতা
ত্রিপুরা বিধানসভার নিজ কক্ষে এক সাংবাদিক বৈঠক করে ত্রিপুরার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বলেন, ত্রিপুরা সরকার সিদ্ধান্তহীনতায় ভুগছে। রোমান হরফে ককবরক ভাষা চালুর বিষয়ে তৈরি কমিটি দিকবিদিক শূন্য হয়ে কাজ করছে। কমিটির কোন সঠিক পথ নির্দেশিকা নেই। তাই অতিসত্বর এই কমিটি বাতিল করা হোক ত্রিপুরা সরকারের কাছে দাবি জানালেন ত্রিপুরার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। রোমান হরফে ককবরক ভাষা চালুর দাবিতে বিগত দিনে একের পর এক আন্দোলন সংগঠিত করেছে তিপ্রামথা দল। ত্রিপুরার রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সাথে ও এনিয়ে সাক্ষাৎ করেছে নেতৃত্বরা। এমনকি ত্রিপুরার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা নিজে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে এবিষয় নিয়ে কথা বলেছিলেন। তখন মুখ্যমন্ত্রী এই বিষয়ে সঠিক পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির কাজ নিয়ে সংশয় প্রকাশ করেছেন ত্রিপুরার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। #breakingnews #newstoday #tripura #tripuranews #newslive #today_breaking_news @ubanglatvofficial
What's Your Reaction?