Tripura : রাবার বাগান ধ্বংস করার অভিযোগ উঠল এক উপজাতি ব্যক্তির বিরুদ্ধে!
Tripura : রাবার বাগান ধ্বংস করার অভিযোগ উঠল এক উপজাতি ব্যক্তির বিরুদ্ধে!
জানা যায়, জায়গা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দক্ষিণ ত্রিপুরা জেলা সাব্রুম চালতাছরী ফুলসিংপাড়া এলাকার উপজাতি বাসিন্দা প্রদীপ মোহন ত্রিপুরা'র রাবার বাগানের সমস্ত রাবার গাছ কেটে গোটা রাবার বাগান ধ্বংস করে দেওয়ার ঘটনা নিয়ে সাব্রুম থানায় মামলা করেন প্রদীপ মোহন ত্রিপুরা। প্রদীপ মোহন ত্রিপুরা'র বাগানে দুই বছরের পুরোনো ২৮০ টি রাবার গাছ ছিল। জায়গা সংক্রান্ত বিবাদ'কে কেন্দ্র করে বেতাগা এডিসি ভিলেজের অন্তর্গত রতন মনি এলাকার উপজাতি বাসিন্দা সজল ত্রিপুরা, প্রদীপ মোহন ত্রিপুরা'র ওই ২৮০ টি রাবার গাছ কেটে গোটা রাবার বাগান ধ্বংস করে দেয় বলে অভিযোগ করেছেন প্রদীপ মোহন ত্রিপুরা। এবং তৎসঙ্গে মাধুরী ত্রিপুরা নামে পার্শ্ববর্তী এক উপজাতি মহিলার রাবার বাগানের কিছু গাছও কেটে ধ্বংস করে দেয় বলে অভিযোগ। অভিযুক্ত সজল ত্রিপুরা'র বিরুদ্ধে গোটা ঘটনাকে কেন্দ্র করে সাব্রুম থানায় মামলা হওয়ার পর ঘটনাস্থলে সাব্রুম থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে। #newstoday #newsvideo #current_affairs #tripura #tripuranews @ubanglatvofficial
What's Your Reaction?