Tripura : রাজন্য আমলের প্রথা মেনে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী উপজাতি মানুষদের কের পুজো
Tripura : রাজন্য আমলের প্রথা মেনে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী উপজাতি মানুষদের কের পুজো
মঙ্গলবার আগরতলা রাজবাড়িতে রাজন্য আমলের নিয়ম-নীতি মেনে অনুষ্ঠিত হলো ত্রিপুরার ঐতিহ্যবাহী উপজাতি মানুষদের কের পুজো। প্রায় ১০০ বছর ধরে হয়ে আসছে রাজন্য আমল থেকে শুরু হওয়া ত্রিপুরার ঐতিহ্যবাহী এই কের পুজো। যিনি কের পুজো করেন তাকে বলা হয় চন্তাই। এক কথায় সেখানে পুরোহিত হলেন চন্তাই। এই কের পুজো মূলত একটা গন্ডিকে কেন্দ্র করে হয়। যারা একবার গণ্ডির মধ্যে প্রবেশ করবেন তাঁরা দু'দিনের এই কের পুজো শেষ না হওয়া পর্যন্ত বাইরে বের হতে পারবেন না। কথিত রয়েছে, কের পুজোর এই গণ্ডির মধ্যে নাকি কোন মানুষের জণ্ম ও হয়না এবং কোন মানুষের মৃত্যু আসেনা। তাই এই গণ্ডির ভেতরে কখনো কোনো গর্ভবতী মহিলা কিংবা অতি বৃদ্ধ মানুষকে আসতে দেওয়া হয় না। পুরাতন আগরতলা খয়েরপুরে অবস্থিত চতুর্দশ দেবতা মন্দিরের সাতদিনব্যাপী খার্চি পুজো সমাপ্ত হওয়ার এক সপ্তাহ পরে এই কের পুজোর আয়োজন শুরু হয়। #breakingnews #newstoday #tripuranews #tripura #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?