Tripura : মৎস্য উৎপাদনে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে : U Bangla TV

Tripura : মৎস্য উৎপাদনে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে : U Bangla TV

Mar 16, 2024 - 14:15
 0  2

আগরতলা সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে- ত্রিপুরার মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জানিয়েছেন, ঊনকোটি ত্রিপুরা জেলার অধীনে কৈলাশহর মহকুমার সতেরো মিয়া হাওরে সমন্বিত অ্যাকোয়া পার্ক স্থাপনের জন্য ৯৯ কোটি ৯৯ লক্ষ টাকার একটি প্রজেক্ট জমা দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে। এই প্রজেক্টে কেন্দ্রীয় সরকারের তরফে ৪২ কোটি ৩১ লক্ষ ৯৪ হাজার টাকার মঞ্জুরি দেওয়া হয়েছে। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের শেয়ার থাকছে ৯০ শতাংশ। বাকি ১০ শতাংশের শেয়ার থাকছে ত্রিপুরা সরকারের। 2023-24 অর্থবছরের হিসেবে সতেরো মিয়া হাওরে এই প্রকল্প বাস্তবায়িত করা হবে বলে সাংবাদিক সম্মেলনের জানিয়েছেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি আরো বলেন, অ্যাকুয়া পার্কের মধ্যে একাধিক ভাগ রয়েছে। একটি স্থানে মাছের পোনা উৎপন্ন করা হবে, অপর একটি স্থানে মাছের রেণু উৎপন্ন করা হবে। সেখানে পাবদা মাছ, দেশি কই, চিংড়ি মাছ সহ বিভিন্ন মাছের উৎপাদন করা হবে। যে জলাশয়টি উৎপন্ন করা হবে সেখানে একটি রেস্টুরেন্টের ও ব্যবস্থা থাকবে। রেস্টুরেন্ট হবে জলাশয়ের মাঝখানে। পর্যটকরা বোটের মাধ্যমে এই রেস্টুরেন্টে পৌঁছাতে পারবে। সেখানে সুস্বাদু ফ্রাই মাছ খাওয়ার মত ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছেন ত্রিপুরার মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।

 #tripura #tripuranews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow