Tripura : মৃত হাতির দাঁত নিয়ে বনদপ্তর এবং গ্রামবাসীদের মধ্যে তুমুল বাক বিতন্ডা: U Bangla TV

Tripura : মৃত হাতির দাঁত নিয়ে বনদপ্তর এবং গ্রামবাসীদের মধ্যে তুমুল বাক বিতন্ডা: U Bangla TV

Apr 3, 2024 - 18:54
 0  2

ঊনকোটি ত্রিপুরা জেলা কৈলাসহর মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্হ, মূর্তিছড়া চা বাগান এলাকায় কাজ করার সময় একটি হাতি হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যায়। হাতিটি মারা যাবার পর ,হাতির মালিক পশু চিকিৎসক'কে নিয়ে গিয়ে মৃত হাতিটির ময়না তদন্ত করিয়ে নেয়। পরবর্তী সময়ে গ্রামবাসীরা হিন্দু রীতিনীতি মেনে মৃত হাতিটি'কে গনেশ ভেবে স্নান করিয়ে পুজো পাঠ করে, মাটিতে বড় গর্ত করে সেই গর্তের মধ্যে মৃত হাতিটি'কে রেখে ,মাটি দিয়ে ভরাট করে দেয়। মৃত হাতিটি মাটির গর্তে রেখে মাটি ভরাট করার সময়, কৈলাসহরের বন দপ্তরের দুইজন কর্মী, ঘটনাস্থলে গিয়ে মৃত হাতির দাঁত কেটে আনার জন্য গ্রামবাসীদের বলেন। কিন্তু, বন দপ্তরের কর্মীদের সেই কথা মানতে নারাজ গ্রামবাসীরা। যার ফলে বন দপ্তরের কর্মীরা, ঘটনাস্থল থেকে খালি হাতে ফিরে আসে। এবং পরবর্তী সময়, বন দপ্তরের কর্মীরা বিশাল পুলিশ বাহিনী নিয়ে মূর্তিছড়া গ্রামে যায় মৃত হাতিটি'র দাঁত কেটে আনার জন্য। প্রশাসনের এতবড় জাম্বু টিম দেখে গ্রামবাসীরাও উত্তেজিত হয়ে উঠে এবং পুরো গ্রামের মানুষ একত্রিত হয়ে প্রশাসনের সম্মুখীন হয়। গ্রামবাসীরা প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দেয়, কোনো ভাবেই মাটির নীচ থেকে মৃত হাতিটি তোলা যাবেনা। আর যদি, মৃত হাতিটি মাটির নীচ থেকে তুলে মৃত হাতির দাঁত কেটে নিয়ে যেতে হয়, তাহলে মৃত হাতিটিকে মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় মাটির নীচে রাখা যাবেনা। মৃত হাতিটি'কে অন্য এলাকায় নিয়ে যেতে হবে। গ্রামবাসীরা মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েত এলাকাটিকে হাতিদের 'পূর্ণ ভূমি এবং স্বর্গ-দ্বার' বলেও উল্লেখ করেন। কৈলাসহর মহকুমা বন দপ্তরের আধিকারিক হিরনজয় রিয়াং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, হাতির মালিক বন দপ্তরকে না জানিয়ে মৃত হাতিটির ময়না তদন্ত করেছেন। বন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা এব্যাপারে নিশ্চয়ই পদক্ষেপ নেবেন। অন্যদিকে, গ্রামবাসীরা তাদের দাবিতে অনড় থাকায় ,বন দপ্তরের কর্মীরা মৃত হাতিটিকে মাটির নীচ থেকে তোলেনি এবং মৃত হাতির দাঁত না নিয়ে খালি হাতে ফিরে আসেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow