Tripura : মন্ত্রী আশ্বাস দেওয়ার পরেও হাতির আক্রমণের হাত থেকে রেহাই পাচ্ছে না গ্রামবাসী: U Bangla TV
Tripura : মন্ত্রী আশ্বাস দেওয়ার পরেও হাতির আক্রমণের হাত থেকে রেহাই পাচ্ছে না গ্রামবাসী: U Bangla TV
মন্ত্রী আশ্বাস দেওয়ার পরেও বন্য দাঁতাল হাতির আক্রমণের হাত থেকে রেহাই পাচ্ছে না গ্রামবাসী!বন্য দাঁতাল হাতি পাকড়াও করে অন্যত্র নিয়ে যাওয়া হবে শান্তিতে থাকতে পারবে খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুড়া কৃষ্ণপুর সহ অন্য গ্রামের লোকজন, ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার এই বক্তব্যের ২৪ ঘন্টা অতিক্রান্ত হতে না হতেই বন্য দাঁতাল হাতির দল গভীর রাতে আবারো তান্ডব চালিয়ে এক গৃহস্থের বাড়িঘর ভেঙ্গে তছনছ করে দেয়। তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের সুভাষ শর্মা পাড়া এলাকার বাসিন্দা অনিতা দাস সরকার নামে এক মহিলার বাড়িতে রাতের অন্ধকারে বন্য দাঁতাল হাতির দল হামলা চালিয়ে উনার বসত ঘর সহ বিভিন্ন আসবাবপত্র ভেঙ্গে তছনছ করে দেয়। ঘটনার সময় তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীদের কোন উদ্যোগ নিতে দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে বন্য দাঁতাল হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র এলাকার সকল গ্রামবাসী দলমত নির্বিশেষে অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসেছিল। ওই সময় অবরোধস্থলে এসে মন্ত্রী বিকাশ দেববর্মা গ্রামবাসীদের আশ্বাস দিয়েছিলেন বন্য দাঁতাল হাতির দলকে ধরে অন্যত্র নিয়ে যাওয়া হবে। বর্তমানে তেলিয়ামুড়া কৃষ্ণপুর গ্রামবাসীরা বুঝে উঠতে পারছেন না, কিভাবে বন্য দাঁতাল হাতির আক্রমণ থেকে তারা চিরতরে নিস্তার পাবে। #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?