Tripura | নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে বিরাট সাফল্য পেল পি.আর. বাড়ি থানার পুলিশ | U Bangla TV
Tripura | নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে বিরাট সাফল্য পেল পি.আর. বাড়ি থানার পুলিশ | U Bangla TV
আবারো নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলা রাজনগর পি.আর. বাড়ি থানার পুলিশ ৬৪ বোতল অবৈধ বিলেতি মদ উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর পি.আর.বাড়ি থানার ওসি রতন রবি দাস বিশাল পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানদের সাথে নিয়ে নেশা বিরোধী অভিযানে নামেন রাজনগর ব্লকের অন্তর্গত রাধানগর এলাকায় । রাধানগর এলাকার কুখ্যাত নেশা কারবারি মানিক সরকারের বাড়িতে চালানো হয় এই অভিযান। এই অভিযানে ৬৪ বোতল অবৈধ বিলেতি মদ উদ্ধার করে পুলিশ। তবে, কাউকে গ্ৰেফতার করতে সক্ষম হয়নি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কুখ্যাত নেশাকারবারিরা বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে পুলিশ অবৈধভাবে মজুত করে রাখা বিলেতি মদ গুলো রাজনগর পি.আর.বাড়ি থানাতে নিয়ে আসে। অপরদিকে, রাজনগর ব্লকের অন্তর্গত রাঙ্গামুড়া বিওপি বিএসএফ ৬৯ ব্যাটালিয়ানের জওয়ানরা রাধানগর ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন স্থান থেকে উদ্ধার করে অবৈধভাবে মজুত করে রাখা গাঁজা। গাঁজা উদ্ধার হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি বিএসএফ জওয়ানরা। মোট ৪৬ কেজি গাঁজা উদ্ধার করে বিএসএফ জওয়ানরা। অবশেষে বিভিন্ন আইনী পদক্ষেপ গ্রহণ করার পর রাজনগর পি.আর.বাড়ি থানার পুলিশের হাতে বিএসএফ জওয়ানরা তুলে দেয় উদ্ধারকৃত গাঁজা গুলো। রাজনগর পি.আর.বাড়ি থানার পুলিশ এই নেশা কারবারীর সাথে জড়িততের পুলিশের জালে তোলার জন্য এনডিপিএস অ্যাক্টে মামলা গ্ৰহন করে তদন্ত শুরু করেছে।
What's Your Reaction?