Tripura : বিগত পাঁচ বছর ধরে ফিজিওথেরাপিস্টদের সরকারিভাবে নিয়োগ নেই কেন?
Tripura : বিগত পাঁচ বছর ধরে ফিজিওথেরাপিস্টদের সরকারিভাবে নিয়োগ নেই কেন?
বৃহস্পতিবার আগরতলা গোর্খা বস্তিতে ত্রিপুরার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকটে অল ত্রিপুরা ফিজিওথেরাপিস্ট বেকার যুবক-যুবতীরা তাদেরকে অতিসত্বর চাকরিতে নিয়োগের দাবিতে এক ডেপুটেশনে মিলিত হন।বেকার ফিজিওথেরাপিস্ট যুবক-যুবতীরা জানান, বিগত ২০১৭ সালের পর থেকে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের অধীনে ফিজিওথেরাপিস্ট নিয়োগ হয়নি। । তারা আশাবাদী, ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে, ত্রিপুরার জনগণের স্বার্থে ভালো কোন পদক্ষেপ অল ত্রিপুরা বেকার ফিজিওথেরাপিস্টদের জন্য নেবন। #newstoday #newsvideo #current_affairs #tripura #tripuranews @ubanglatvofficial
What's Your Reaction?