Tripura : বিএসএফ জওয়ানদের হাতে আটক ২৩ জন বাংলাদেশী নাগরিক : U Bangla TV

Tripura : বিএসএফ জওয়ানদের হাতে আটক ২৩ জন বাংলাদেশী নাগরিক : U Bangla TV

Feb 8, 2024 - 13:07
 0  1

বিএসএফ জওয়ানদের হাতে আটক ২৩ জন বাংলাদেশী নাগরিক সহ বেশ কিছু সামগ্রী! দক্ষিণ ত্রিপুরা জেলা সাব্রুম মহকুমার মাধবনগর বি ও পি এলাকায় ভারত-বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতে গিয়ে ১০৯ নম্বর বিএসএস ব্যাটেলিয়ানের জওয়ানদের হাতে আটক ২৩ জন বাংলাদেশী নাগরিক সহ বেশ কিছু সামগ্রী। পাচারকারীরা এখন নতুন করিডোর হিসেবে বেছে নিয়েছে সাব্রুম শ্রীনগর, মাধবনগর সহ বিস্তীর্ণ সীমান্ত এলাকাকে। বর্তমানে শ্রীনগর সহ বিস্তীর্ণ সীমান্তবর্তী এলাকা দিয়েই চলছে মানব পাচার থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী পাচার। সেই সব পাচার বাণিজ্য রুখতে যথেষ্ট চেষ্টা করছে বিএসএফ জওয়ানরা। সীমান্তে প্রহরারত অবস্থায় বিএসএফ জওয়ানরা দেখতে পায় ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে প্রবেশ করছে কিছু বাংলাদেশী নাগরিক। বিএসএফ জওয়ানরা এই দৃশ্য দেখতে পেয়ে সাথে সাথে তাদের পিছু ধাওয়া করলে ২৩ জন বাংলাদেশী নাগরিককে ধরতে সক্ষম হন। এর পাশাপাশি ৭৫ ব্যাগ চিনি ও ১৭ টি মোবাইল ফোন ও আটক করে বিএসএস জওয়ানরা। পরবর্তী সময়ে বিএসএফ জওয়ানরা চিনিগুলি সাব্রম কাস্টমের হাতে তুলে দেয় এবং ২৩ জন বাংলাদেশী নাগরিক সহ মোবাইল ফোন গুলি মনুবাজার থানার পুলিশের হাতে তুলে দেয়। এবিষয়ে মনুবাজার থানায় 2024 MNB 05 U.S. 120 (B) of IPC and 03 of IPP Act.ধারায় একটি মামলা লিপিবদ্ধ হয় এবং ২৩ জন বাংলাদেশী নাগরিকদের আদালতে প্রেরণ করা হয় বলে জানা গিয়েছে। #tripura #tripuranews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow