North24pgs : পাথরপ্রতিমায় ম্যানগ্রোভ কেটে নদীর চর ভরিয়ে ব্যবসার উদ্যোগ : U Bangla TV
North24pgs : পাথরপ্রতিমায় ম্যানগ্রোভ কেটে নদীর চর ভরিয়ে ব্যবসার উদ্যোগ : U Bangla TV
আবারো ধ্বংস করা হচ্ছে ম্যানগ্রোভ l সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে নদীবেষ্টিত দ্বীপ পাথরপ্রতিমা ব্লক , বিভিন্ন সময় আমফান ইয়াসের মত প্রাকৃতিক বিপর্যয়ে নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছে, এলাকার মানুষের দুঃখের শেষ নেই, রাজ্য সরকারের উদ্যোগে যেখানে কোটি কোটি ম্যানগ্রোভ বসানো হচ্ছে নদী বাঁধ রক্ষা করার জন্য । কিন্তু বেশকিছু অসাধু ব্যবসায়ী এবং ব্যক্তিরা ম্যানগ্রোভ ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে কেউ ব্যবসা করে রোজগার করার জন্য, আবার কেউ মাছের ভেড়ি তৈরি করে স্বাবলম্বী হওয়ার জন্য, প্রতিটি ক্ষেত্রেই ম্যানগ্রোভ ধ্বংস। পাথরপ্রতিমা বাজার সংলগ্ন কালীমন্দিরের পিছনে তার জলজ্যান্ত প্রমান,সঞ্জিৎ গিরি নামে এক ব্যবসায়ী ইতিমধ্যেই আস্তে আস্তে ম্যানগ্রোভ কেটে নদীর চরে জায়গা ভরা শুরু করেছে, একদিনে নদীর চর ভরাট না করে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। এমনকি সেই ভরাট জায়গার উপরে ব্যবসায়ীদের বিভিন্ন বিল্ডার্সের নেট তুলে ব্যেনার ঝুলিয়ে পয়সা রোজগার করছে বনদপ্তরের চোখে পড়েও পড়ছে না নির্বিকার বনদপ্তর। #north24pargana #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?