Tripura : বন্ধ করে দেওয়া হলো জলের পাম্প হাউজের কাজ অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Tripura : বন্ধ করে দেওয়া হলো জলের পাম্প হাউজের কাজ অভিযোগ বিজেপির বিরুদ্ধে
বন্ধ করে দেওয়া হলো জলের পাম্প হাউজের কাজ! অভিযোগ শাসক দল বিজেপির মেম্বার এবং বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে! ঘরে ঘরে পৌঁছাতে দেওয়া হলো না পানীয় জল । আটকে দেওয়া হলো প্রধানমন্ত্রীর জল জীবন মিশন প্রকল্পের কাজ। করতে দেওয়া হলো না জলের পাম্প হাউস থেকে শুরু করে পাইপ লাইনের কাজও। কাজ করতে হলে নেতাদের কমিশন বাবদ দিতে হবে মোটা অংকের টাকা। এমনই অভিযোগ উঠল সিপাহীজলা ত্রিপুরা জেলা চড়িলাম বিধানসভা কেন্দ্রের আড়ালিয়া পঞ্চায়েতের দুলাল মিয়া এবং অপরজন বুথ সভাপতি আবু মিয়ার বিরুদ্ধে। ঠিকেদার আশীষ দেবনাথ এবং নির্মাণ শ্রমিক সোহেল রানা কাজের গোড়ায় জলের পাইপ বসাতে গেলেই বাঁধা অভিযুক্তদের। তারা লক্ষ টাকা দাবি করছে বলে অভিযোগ । নেতারা হুমকি স্বরূপ জানিয়ে দেয় ৫০ হাজারের একটা বান্ডিল না দিয়ে কাজে হাত লাগানো যাবে না। বন্ধ করে দেওয়া হয়েছে পাম্প হাউজের দালান বাড়ির নির্মানের কাজ। বিষয়টি গড়িয়েছে বিজেপি মণ্ডল পর্যন্ত। তাহলে কি ত্রিপুরা সরকারের উন্নয়নমূলক কাজেও এলাকার চুনোপুটি বিজেপি নেতাদের বাধা! এলাকার অনেককেই বলতে শোনা গেছে, এই বিষয়টি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নজরে আসলে এলাকার উন্নয়ন সম্ভব হবে। #tripuranews #tripura #breakingnews #newstoday #bjp #newslive #banglanews #todaybreaking @ubanglatvofficial
What's Your Reaction?