TRIPURA: জাতীয় শিক্ষানীতিতে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দিতে হবে | U Bangla TV

TRIPURA: জাতীয় শিক্ষানীতিতে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দিতে হবে | U Bangla TV

Jul 27, 2023 - 18:28
Jul 27, 2023 - 18:30
 0  11

বৃহস্পতিবার বাঙালি ছাত্র যুব সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে জাতীয় শিক্ষানীতিতে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতির দাবিসহ জনস্বার্থ সম্পর্কিত সর্বমোট ৭ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে তা পূরণের জন্য আগরতলা অফিসলেনস্থিত পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ও সমাহর্তার কাছে ডেপুটেশন প্রদান করল বাঙালি ছাত্র যুব সমাজ। উপস্থিত ছিলেন বাঙালি ছাত্র যুব সমাজের ত্রিপুরা সচিব গৌতম দেব সহ অন্যান্যরা।তাদের দাবিগুলি হল- বিদ্যালয়স্তর থেকে বিশ্ববিদ্যালয়স্তর পর্যন্ত সর্বস্তরে বাংলার বিষয় শিক্ষক নিয়োগ করতে হবে। কোর্ট-কাছারী, ব্যাংক, পোস্ট অফিস, রেল, বিমান পরিষেবা সর্বত্র বাংলা ভাষার প্রয়োগ করতে হবে। জয়েন্ট এন্ট্রান্স থেকে কর্মপ্রার্থীর জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরদানের ব্যবস্থা বাংলার অঞ্চলে বাংলা ভাষায় করতে হবে। ইত্যাদি আরও বিভিন্ন দাবিকে সামনে রেখে বাঙালি ছাত্র যুব সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির এই ডেপুটেশন বলে জানিয়েছেন বাঙালি ছাত্র যুব সমাজের ত্রিপুরা সচিব গৌতম দেব। তাদের দাবি অবিলম্বে পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দিয়েছেন বাঙালি ছাত্র যুব সমাজ ত্রিপুরা রাজ্য কমিটি।  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow