Tripura : প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়তে সচেতনতামূলক কর্মসূচি
Tripura : প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়তে সচেতনতামূলক কর্মসূচি
লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়তে আগরতলা শহরের রাজপথে মহিলা কলেজ এন এস এস ইউনিটের পক্ষ থেকে সচেতনতামূলক কর্মসূচি! প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়তে শুক্রবার আগরতলা মহিলা কলেজ এনএসএস ইউনিটের পক্ষ থেকে আগরতলা শহরের রাজপথে এক সচেতনতামূলক কর্মসূচি করা হয়। আগরতলা মহিলা কলেজের এন এস এস ইউনিটের ঈশিতা সাহা নামে এক ছাত্রী জানান, ত্রিপুরাকে সুস্থভাবে গড়ে তোলার জন্য প্লাস্টিক ব্যবহার বন্ধ করার পরিকল্পনা করেই আজ তারা এই অভিযান শুরু করেছে। আজ এত রোগ, এতকিছু শুধুমাত্র প্লাস্টিক ব্যবহারের জন্যই হচ্ছে। প্লাস্টিক ব্যবহার বন্ধ করে আমরা সবাই যাতে কাগজের তৈরি কোন কিছু ব্যবহার করি তাহলেই পরিবেশকে সুন্দর ও স্বচ্ছ রাখা যাবে। #breakingnews #newslive #newstoday #banglanews #tripuranews #tripura @ubanglatvofficial
What's Your Reaction?