Siliguri : পানিয় জলের সংকটের অভিযোগ তুলে সিপিআইএমের ধিক্কার মিছিল
Siliguri : পানিয় জলের সংকটের অভিযোগ তুলে সিপিআইএমের ধিক্কার মিছিল
পানিয় জলের সংকটের অভিযোগ তুলে সিপিআইএমের ধিক্কার মিছিল সহ পুরনিগম অভিযানশিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের মেয়র সহ শাসক দলের কাউন্সিলররা যখন কলকাতায় শহীদ দিবসে ব্যস্ত ঠিক তখন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের নেতৃত্বে পানীয় জলের সমস্যার অভিযোগ তুলে হাতে জলের জার নিয়ে সিপিআইএমের ধিক্কার মিছিল ও পুরনিগমে স্মারকলিপি প্রদান। দীর্ঘ দিন ধরেই শিলিগুড়িতে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা পানীয় জলের সংকটে দিন কাটাচ্ছেন এমনই অভিযোগ। এই ঘটনায় সরব হয়ে পুরনিগমের ব্যর্থতার অভিযোগ তুলে ২১শে জুলাই দিনটি বেছে নিয়ে পুরনিগম অভিযানে নামে দার্জিলিং জেলা সিপিআইএম। এদিন সিপিআইএমের জেলা কার্যালয় অনিল বিশ্বাস ভবন থেকে মিছিলে করে পুরনিগমে এসে হাজির হয় মিছিলটি। এই মিছিলে সামিল হন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, জেলা সম্পাদক সমন পাঠক সহ একাধিক জেলা নেতৃত্বের পাশাপাশি কমী সমর্থকরা। মিছিলটি পুরনিগমের সামনে আসতেই আগে থেকে মোতায়েন থাকা বিশাল পুলিশ বাহীনি মিছিলটি পুরনিগমে ঢুকতে বাধা দেয়। বাঁধা পেয়ে পুরনিগমের প্রধান গেটের বাইরে বিক্ষোভে ফেটে পড়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন সিপিআইএম নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা। সেই গেটের সামনেই শহরবাসীর সমস্যাগুলি নিয়ে বক্তব্য তুলে ধরেন জেলা নেতৃত্বরা। অশোক ভট্টাচার্য অভিযোগ করে বলেন, শহরে পানীয় জলের সংকট থাকা স্বত্বেও মেয়র সহ মেয়র পারিষদরা পার্টির কর্মসূচিতে ব্যস্ত। তাদের কাছে পরিসেবার চাইতেও বড় পার্টির কাজ। তিনি আরও বলেন আমাদের দাবি জল চাই জল দাও। #breakingnews #banglanews #newslive #newstoday #siliguri @ubanglatvofficial
What's Your Reaction?