Tripura : প্রয়াত হলেন আগরতলা রানীর খামারস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ : U Bangla TV

Tripura : প্রয়াত হলেন আগরতলা রানীর খামারস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ : U Bangla TV

Jan 24, 2024 - 17:44
 0  4

প্রয়াত হলেন আগরতলা রানীর খামারস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ! সর্বত্র গভীর শোকের ছায়া! প্রয়াত হলেন ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা মধুবন রানীর খামারস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ শ্রীমৎ স্বামী মৃত্যুঞ্জয়ানন্দ মহারাজ। মঙ্গলবার তিনি আচমকা আশ্রমে অসুস্থতা বোধ করলে আশ্রমের অন্যান্যরা সঙ্গে সঙ্গে উনাকে চিকিৎসার জন্য আগরতলা আইজিএম হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে বুধবার ভোর ৫:৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে মহারাজের নিথর দেহ আশ্রমে নিয়ে আসা হয়। আশ্রমের মহারাজ এই পৃথিবীতে আর নেই এই খবর গোটা এলাকায় চাউর হতেই এলাকার লোকজন আশ্রমে এসে ভিড় জমাতে শুরু করেন এবং মহারাজকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ প্রয়াত হওয়ার খবর যায় ত্রিপুরার বিভিন্ন আশ্রমেও। খবর পেয়ে ত্রিপুরার বিভিন্ন আশ্রম থেকে মহারাজ সহ সন্ন্যাসীরা ছুটে এসে মহারাজকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। আশ্রম কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে, আশ্রমের এক প্রান্তেই মহারাজের দেহ সৎকার করা হবে। জানা গেছে, আশ্রমের শ্রীমৎ স্বামী মৃত্যুঞ্জয়ানন্দ মহারাজ প্রায় ৬০ বছর আগে আধ্যাত্মিক লাইনে চলে আসেন। প্রথমে তিনি আমতলী রামকৃষ্ণ মিশনে স্বামী পরমানন্দ মহারাজ তথা দ্বারিক মহারাজের অনুপ্রেরণায় প্রথম ব্রহ্মচারী হয়েছিলেন। সেখানে কিছু বছর থাকার পর সেখান থেকে আগরতলা মধুবন রানীর খামার স্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে চলে আসেন। আর তখন থেকেই রানীর খামারে শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম স্থাপিত হয়েছিল। সেই আশ্রমে এসে মহারাজ সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন, তারপর থেকেই তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সেবায় ব্যস্ত হয়ে পড়েছিলেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৯০ বছর । বুধবার আশ্রমে সকাল থেকে যেমন বিভিন্ন আশ্রমের মহারাজদের ভিড় লক্ষ্য করা গেছে, তেমনি এলাকার লোকজন থেকে শুরু করে প্রচুর ভক্তদের সমাগমও লক্ষ্য করার পাশাপাশি সকাল থেকেই গীতা পাঠ শুরু হয়েছে আশ্রমে। শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমেরকের ছায়া নেমে এসেছে। #tripura #tripuranews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow