Tripura : পরিযায়ী পাখির মৃত্যুতে জনগনের মধ্যে তীব্র চাঞ্চল্য : U Bangla TV
Tripura : পরিযায়ী পাখির মৃত্যুতে জনগনের মধ্যে তীব্র চাঞ্চল্য : U Bangla TV
প্রতিবছর এই সময়ে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর মহকুমার বিভিন্ন জায়গায় বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের পরিযায়ী পাখিরা আসে। এই পরিযায়ী পাখিদের বিভিন্ন জলাশয়ে , দীঘি বা পুকুর পাড়ে আসতে দেখা যায়। পাখি গুলো যখন দেখা যায় বিভিন্ন রঙের তখন বেশ ভালো লাগে। কিন্তু, অত্যন্ত দুঃখ লাগে যখন দেখা যায় পাখি গুলোর মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে এরকমই একটি দৃশ্য দেখা গেল উদয়পুর জগন্নাথ দীঘির পাড়ে। হঠাৎ, বেশ কিছু রঙিন পাখি গাছ থেকে পড়ে গিয়ে পাখিগুলোর মৃত্যু হচ্ছে। শুধু, উদয়পুর জগন্নাথ দীঘির পাড়ে নয়, শান্তি পল্লী এলাকায় ও এরকম বেশ কিছু পরিযায়ী পাখির মৃত্যু হয়েছে বলে জানান পশুপ্রেমি হিমাদ্রি দেব রায়। তিনি আরো জানান, কেন পাখি গুলো গাছ থেকে পড়ে মৃত্যু হচ্ছে তা বোধগম্য হচ্ছে না। যদি বনদপ্তর কিংবা প্রানিসম্পদ দপ্তরের আধিকারিক গন এসে বিষয়টি দেখেন , তাহলে হয়তো অন্য পাখি গুলোকে রক্ষা করা যাবে বলে জানিয়েছেন পশুপ্রেমি হিমাদ্রি দেব রায়। #tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?