Tripura : পরপর ছয়টি দোকানে দুঃসাহসিক চুরি : U Bangla TV
Tripura : পরপর ছয়টি দোকানে দুঃসাহসিক চুরি : U Bangla TV
জানা যায়, গভীর রাতে সিপাহীজলা ত্রিপুরা জেলা মধুপুর বাজারের গোটা এলাকার বিদ্যুৎ শাটডাউন করে চোরের দল মধুপুর বাজারে পরপর ছয়টি দোকানে হানা দেয়। যার মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স দোকান, কম্পিউটারের দোকান, হোটেল এবং সেলুনের দোকান। চোরের দল ছয়টি দোকানে হানা দিয়ে সর্বমোট চার থেকে পাঁচ লক্ষ টাকা নগদ সহ প্রচুর জিনিসপত্র নিয়ে চম্পট দেয় বলে ক্ষুব্ধ ব্যবসায়ীদের অভিযোগ। এই দুঃসাহসিক চুরির ঘটনায় সকল ব্যবসায়ীরা মধুপুর থানার পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন। যে জায়গায় চোরের দল এই দুঃসাহসিক চুরির ঘটনাটি সংঘটিত করেছে সেই জায়গাটি'তে সর্বদাই মধুপুর থানার পুলিশ বসে থাকে। কিন্তু, কি কারনে সেখানে পুলিশ রাতে ছিল না তা নিয়ে সকল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। গত কয়েক মাস পূর্বেও মধুপুর বাজারে এই দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়েছিল, ওই সময়েও মধুপুর থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন সকল ব্যবসায়ীরা। তার আবার ও পুনরাবৃত্তি ঘটলো। ব্যবসায়ী মিঠুন রায় জানিয়েছেন তার দোকানে রয়েছে ইলেকট্রনিক্স, বইপত্র সহ দামি দামি মোবাইল কিংবা অন্যান্য জিনিসপত্র। ঘরের টিন কেটে চোরের দল দোকানের ভিতর প্রবেশ করে। কিন্তু, সিসি ক্যামেরা দেখতে পেলেও সেই চোরকে চিনতে পারেনি ব্যবসায়ী মিঠুন রায়। দোকানে প্রবেশ করে চোরের দল ল্যাপটপ থেকে শুরু করে দামি দামি মোবাইল ফোন নিয়ে যায় বলে ব্যবসায়ী মিঠুন রায় জানিয়েছেন। অন্যদিকে, সেলুনের মালিক জানিয়েছেন, তার দোকানে নগদ ১০ হাজার টাকা ছিল, পাশাপাশি একটি দামি মেশিন ও ছিল সে মেশিন নিয়ে চোরের দল চম্পট দেয় তাও ঘরের বেড়ার টিন কেটে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকার মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। #tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?