Tripura : চক্ষু অপারেশনে দৃষ্টি শক্তি হারালেন প্রাক্তন হোমগার্ড কর্মী

Tripura : চক্ষু অপারেশনে দৃষ্টি শক্তি হারালেন প্রাক্তন হোমগার্ড কর্মী

Jul 8, 2023 - 19:13
 0  1

অবসরপ্রাপ্ত এক হোমগার্ড কর্মী আগরতলার প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতালে চোখের চিকিৎসা করিয়ে এসে জিবিপি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুললেন। অবসরপ্রাপ্ত ওই হোমগার্ড কর্মীর নাম গৌতম দাস,বাড়ি খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুড়া পৌর পরিষদের ১১ নং ওয়ার্ডের জয়নগর এলাকায়। তিনি অভিযোগ করে জানান, গত এপ্রিল মাসে তিনি উনার ডান চোখের ছানি অপারেশন করানোর জন্য আগরতলা জিবিপি হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। চিকিৎসকদের পরামর্শ মত উনার ডান চোখের ছানি অপারেশন করার সময় চোখের পর্দা কেটে ফেলে এমনটাই অভিযোগ গৌতম দাসের। পরবর্তী সময় গৌতম দাস আগরতলা হাঁপানিয়া হাসপাতালে গিয়ে বহি:রাজ্যের মহিলা চক্ষু চিকিৎসকের শরণাপন্ন হয়ে জানতে পারেন উনার চোখের ছানি অপারেশন করার সময় চোখের পর্দা কেটে দেওয়া হয়। এখন উনার ডান চোখের রেটিনা অপারেশন করানো ছাড়া আর কোন রাস্তা নেই । বহি:রাজের মহিলা চিকিৎসক থেকে এমনটা জানতে পেরে গৌতম দাসের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। বর্তমানে গৌতম দাস অসুস্থ অবস্থায় তিনি নিজ বাড়িতে রয়েছেন। অপরদিকে, গৌতম দাস অভিযোগ করে জানান, তিনি ডান চোখ দিয়ে বর্তমানে কিছুই দেখতে পারেন না। এব্যাপারে তিনি আগরতলা জিবিপি হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসকদের কসাইয়ের সঙ্গে তুলনা করে অভিযোগ করে বলেন, উনার এই বিশাল ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেন। তিনি প্রয়োজনে আদালতের দ্বারস্ত হবেন বলেও জানান। তিনি বলেন মাত্র ২,৫০০ টাকা পেনসন দিয়ে সংসার প্রতিপালন করা উনার পক্ষে কষ্ট হয়ে যায়। এর উপর বহি:রাজ্যে চক্ষু অপারেশন করানো কোন ভাবেই উনার পক্ষে সম্ভব নয়। এমতাবস্থায় কোন উপায় না পেয়ে প্রাথমিকভাবে গৌতম দাস সংবাদমাধ্যমের নিকট দ্বারস্থ হয়ে ত্রিপুরা সরকারের নিকট সাহায্যের আবেদন করেন। #breakingnews #newstoday #tripura #tripuranews #newslive #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow