Tripura : নিয়মিতভাবে ট্যাক্স প্রদান করলে দেশ ও রাজ্যের উন্নয়ন করা সম্ভব
Tripura : নিয়মিতভাবে ট্যাক্স প্রদান করলে দেশ ও রাজ্যের উন্নয়ন করা সম্ভব
বুধবার গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর রাজর্ষী কলাক্ষেত্রে ত্রিপুরার অর্থ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় একদিনের কর্মশালা। এই কর্মশালার উদ্ধোধন করেন ত্রিপুরার অর্থদপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরার অর্থদপ্তরের চিফ কমিশনার অব ট্যাক্স রাখি বিশ্বাস, গোমতী ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক পঙ্কজ চক্রবর্তী, গোমতী ত্রিপুরা জেলার অর্থদপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বিক্রম দেববর্মা সহ অন্যান্যরা। এদিনের এই কর্মশালায় মূলত ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরের ডিডিও, অর্থদপ্তরের কর্মরত অফিস কর্মী,ঠিকাদার সহ ব্যবসায়ীদের জি এস টি কিভাবে প্রদান করতে হবে সেই বিষয়ে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বলেন, নিয়মিতভাবে ট্যাক্স প্রদান করলে সরকার এই অর্থ দিয়ে দেশের ও রাজ্যের উন্নয়ন করা সম্ভব। সরকারের দায়িত্ব হল মানুষের জন্য কাজ করা । আর এই কাজ করা তখনই সম্ভব যখন ট্যাক্স নিয়মিতভাবে সংগ্রহ হবে। কিছুকিছু সময় ট্যাক্স সংগ্ৰহ নিয়ে বিভিন্ন সমস্যার কথা শোনা যায়।সেইজন্যই আজকের এই কর্মশালার মূল উদ্দেশ্য বললেন ত্রিপুরার অর্থদপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। #newstoday #banglanews #news #tripura #tripuranews @ubanglatvofficial
What's Your Reaction?