Tripura : হস্তা চালিত হুইল চেয়ারে বসে ঘুরে ঘুরে সব্জি বিক্রি করছে যুবক বিদ্যুৎ দাস : U Bangla TV
Tripura : হস্তা চালিত হুইল চেয়ারে বসে ঘুরে ঘুরে সব্জি বিক্রি করছে যুবক বিদ্যুৎ দাস : U Bangla TV
হস্তা চালিত হুইল চেয়ারে বসে ঘুরে ঘুরে সব্জি বিক্রি করছে ১০০ শতাংশ দিব্যাঙ্গন যুবক বিদ্যুৎ দাস! নিজের দৃঢ় মনোভাব, অদম্য ইচ্ছাশক্তি ও উদ্যমের কাছে শারীরিক প্রতিবন্ধকতা কোন প্রকার বাঁধাই হতে পারেনা, সেটাই প্রমাণ করে দেখালো গোমতী ত্রিপুরা জেলা অমরপুর নগর পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড শান্তি পল্লী এলাকার বাসিন্দা ১০০ শতাংশ দিব্যাঙ্গন যুবক বিদ্যুৎ দাস। শারীরিক প্রতিবন্ধী হিসাবে হতদরিদ্র পরিবারে জন্মগ্রহন করেও সমস্ত প্রতিবন্ধকতা ও বাঁধা বিপত্তিকে পেছনে ফেলে জীবনযুদ্ধে যে জয়লাভ করা যায়,সেটাই প্রমান করে দেখালো ১০০ শতাংশ দিব্যাঙ্গন যুবক বিদ্যুৎ দাস। মাধ্যমিক উর্ত্তীর্ণ দিব্যাঙ্গন যুবক বিদ্যুৎ দাস সরকারের দিব্যাঙ্গন ভাতা সহ অন্যান্য সাহায্য সহযোগিতা পেলেও সরকারি চাকুরি থেকে আজও বঞ্চিত। ২০০৭ সালে মাধ্যমিক উর্ত্তীর্ণ হয়ে সরকারি চাকুরির জন্য অনেক চেষ্টা করে, নেতা- মন্ত্রীদের নিকট বহু আকুতি, মিনতি করেও দিব্যাঙ্গন যুবক বিদ্যুৎ দাসের ভাগ্যে চাকুরি জুটেনি। কিন্তু, সময়ের সাথে তাল মিলিয়ে দিব্যাঙ্গন যুবক বিদ্যুৎ দাসের উপর সাংসারিক চাপ,আর্থিক চাপ ক্রমেই বৃদ্ধি পেয়েছে। ফলে, দিব্যাঙ্গন যুবক বিদ্যুৎ দাস চাকুরির আসায় বসে না থেকে,খেয়ে বেঁচে থাকার তাগিদে কিছু একটা করে সৎভাবে অর্থ রোজগারের মাধ্যমে আর পাঁচটা হতদরিদ্র পরিবারের মতো মাথা উঁচু করে বাঁচার জন্যই প্রতিদিন সূর্যোদয়ের সাথে সাথে পাড়ায় পাড়ায় সব্জি ফেরি করতে বেরিয়ে পড়েন। এক্ষেত্রে তার বাহন হল সরকারের দেওয়া হস্তচালিত হুইল চেয়ার। নিজের হস্ত চালিত হুইল চেয়ারটির বিভিন্ন স্থানে কাঠের বক্স তৈরি করে, বিভিন্ন রকমের টাটকা সব্জি নিয়ে প্রতিদিন ভোরে পাড়ায় পাড়ায় ঘুরে সব্জি ফেরি করেই পরিবারের অন্ন সংস্থানের পাশাপাশি আর্থিক স্বনির্ভর হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ১০০ শতাংশ দিব্যাঙ্গন যুবক বিদ্যুৎ দাস। ১০০ শতাংশ দিব্যাঙ্গন যুবক বিদ্যুৎ দাসের আক্ষেপ, যদি একটি যন্ত্র চালিত হুইল চেয়ার তার থাকতো তাহলে কষ্টের অনেকটাই লাগব হতো। #tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?