Tripura : দুই বছর বয়সে ইন্ডিয়া বুক রেকর্ডসে : U Bangla TV

Tripura : দুই বছর বয়সে ইন্ডিয়া বুক রেকর্ডসে : U Bangla TV

Feb 9, 2024 - 15:05
 0  1

মাত্র দুই বছর বয়সে ইন্ডিয়া বুক রেকর্ডসে নিজের নাম তুলে ধরে ত্রিপুরা সহ দেশের নাম উজ্জ্বল করল ত্রিপুরার সক্সম দাস! বয়স মাত্র দুই বছর। আর এই দুই বছর বয়সে, ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নিজের নাম তুলে ধরে ---দেশের নাম উজ্জ্বল করল ত্রিপুরা ঊনকোটি জেলার উত্তর পাবিয়াছড়া কুমারঘাট এলাকার বাসিন্দা, খুদে প্রতিভাবান সক্সম দাস। পিতা এসএসবি'র অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ড. সঞ্জয় দাস এবং মাতা তিলোত্তমা দাস জানালেন, তাদের খুদে সক্সম দাসের এই অবিশ্বাস্য প্রতিভার কথা। ছয় মাস বয়সেই সক্সম দাস ১৫টি জাতীয় চিহ্ন, জাতীয় পশু, জাতীয় নদী, জাতীয় পতাকার রঙ, পাশাপাশি প্রতিবেশী একাধিক দেশের নাম সহজেই চিনতে পারত। মুখের শব্দচয়ন তখনও স্পষ্ট নয়, কিন্তু আধো আধো ভাঙা অস্পষ্ট উচ্চারণেই সে বলতে পারতো ---গায়ত্রী মন্ত্র থেকে শুরু করে সপ্তাহের সাত বারের নাম, ইংরেজিতে মানবদেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের নাম। চলতি বছরের গোড়ায় এই খুদের প্রতিভা নিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে আবেদন করেন অভিভাবকেরা। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ইন্ডিয়া বুক অব রেকর্ডস- এর তরফে সার্টিফিকেট লাভ করে দুই বছরের এই খুদে প্রতিভাবান সক্সম দাস। সুপার ট্যালেন্টেড কিড হিসাবে তার মিলেছে মেডেল, সার্টিফিকেট সহ নানান সামগ্রী। খুদে সক্সম দাস ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলতে পারায় খুশি তাঁর মা, বাবা সহ ত্রিপুরা সহ গোটা দেশের মানুষ। খুশি তার আত্মীয় স্বজনেরাও। বর্তমানে তারা চাকুরি সূত্রে পশ্চিমবঙ্গে রয়েছেন। #tripura #tripuranews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow