Tripura : ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের ঐতিহ্যবাহী কচ্ছপের আজ অস্তিত্ব সংকটে

Tripura : ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের ঐতিহ্যবাহী কচ্ছপের আজ অস্তিত্ব সংকটে

Jul 12, 2023 - 13:42
 0  2

গোমতী ত্রিপুরা জেলা উদয়পুরে অবস্থিত মাতা সতীর ৫১ পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির ৫০০ বছরের বেশি পুরোনো মন্দির। সেই সময় থেকে প্রাকৃতিকভাবে মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে কল্যাণ সাগরে কচ্ছপের আবির্ভাব ঘটেছিল। সে অনুযায়ী কল্যাণ সাগরের ঐতিহ্যবাহী কচ্ছপও প্রায় ৪০০ বছরের পুরোনো। সেই ঐতিহ্যবাহী ৪০০ বছরের পুরোনো কচ্ছপের আজ অস্তিত্ব সংকটের পথে। যার প্রজনন অর্থাৎ ডিম পাড়তে হয় দীঘির আশপাশ এলাকার কোন গৃহস্থের বাড়িতে নতুবা আশপাশ কোন পুকুরে। আর সবই হচ্ছে কল্যাণ সাগরের কচ্ছপের প্রজননের পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে। অভিযোগ ছিল, তৎকালীন সময়ে মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের উন্নয়ন ঘটাতে এবং কল্যাণ সাগরের শ্রীবৃদ্ধি করার জন্য দিঘির চারপাশে সিমেন্ট ও কংক্রিটের সিঁড়ি বানানো হয়েছে। তৎকালীন মন্দির উন্নয়ন কমিটির কর্তা ব্যক্তিরা ভুলেই গেছেন কল্যাণ সাগরে প্রাকৃতিকভাবে সৃষ্টি ঐতিহ্যবাহী কচ্ছপের কথা। যারা মাটি ও বালি ছাড়া চলাচল করতে পারে না, এবং ডিম ও প্রজনন করতে পারে না। যার ফলস্বরূপ, ওই তৎকালীন সময়ে একসঙ্গে প্রায় অনেক কচ্ছপের মৃত্যু হয়েছিল। আর তা সবই হয়েছে বিগত সিপিআইএম জমানায় মাতাবাড়ি উন্নয়ন কমিটির ধারক ও বাহকদের দৌলতে। দীর্ঘ ২৫ বছরে ত্রিপুরার বিগত সিপিআইএম সরকার মাতাবাড়ি কল্যাণ সাগরের ঐতিহ্যবাহী কচ্ছপের এতটুকু উন্নতি সাধন করতে পারেননি বলে অভিমত মাতাবাড়ি এলাকার প্রবীন নাগরিকদের। সেই সময় যা কিছু করেছিল তা সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে। যার জ্বলন্ত কিছু চিত্র এখনো মাতাবাড়ির কল্যাণ সাগর দিঘির পূর্ব পাড়ে ও দক্ষিণ পাড়ে গেলে দেখতে পাওয়া যায়। তৎকালীন সময়ে মাতাবাড়ি উন্নয়ন কমিটির চেয়ারম্যানের তত্ত্বাবধানে কচ্ছপের প্রজননের জন্য কিছু হ্যাচারি তৈরি করা হয়। কল্যাণ সাগরের সিঁড়ি ভেঙ্গে কৃত্রিম উপায়ে বালি ও মাটি দিয়ে কচ্ছপের প্রজননের ব্যবস্থা করা হয়। তবে সবাই জানে, কচ্ছপ তার বুকে ভর দিয়ে চলে, তৎকালীন কর্তা ব্যক্তিরা হ্যাচারি তৈরি করেছেন সিমেন্টে ও কংক্রিটের পলেস্তারা না উঠিয়ে। তার জন্য কচ্ছপ সেই হ্যাচারিতে যায়নি। অর্থাৎ বলা যায় ওই সময় থেকেই মাতাবাড়ির ঐতিহ্যবাহী কচ্ছপের অস্তিত্ব সংকটের পথে ছিল। মাতাবাড়িতে আগত দর্শনার্থীদের ধর্মীয় ভাবাবেগ বরাবরই ব্যাঘাত ঘটছে। রাজপথে দেখা যাচ্ছে মা কচ্ছপ ও তার সঙ্গে ৫-৬ টা বাচ্চা। যার চোখে পড়ছে সবাই তাদেরকে ধরে এনে আবার পুনরায় কল্যাণ সাগরের দিঘিতে ছেড়ে দিচ্ছে। মাতাবাড়ির ঐতিহ্যবাহী কচ্ছপের অস্তিত্ব সংকট নিরসনে আজ‌ও কোন উদ্যোগ নেই বলে অভিমত সাধারণ মানুষের। মাতাবাড়ি মন্দির ট্রাস্টের কাছে ধর্মপ্রাণ সাধারণ মানুষের দাবি, যাতে করে মাতাবাড়ির ঐতিহ্যবাহী কচ্ছপের অস্তিত্ব সংকট নিরসনে অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। #breakingnews #newstoday #banglanews #tripura #tripuranews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow