Tripura : তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে লরিচালকদের : U Bangla TV
Tripura : তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে লরিচালকদের : U Bangla TV
লরি চেকিংয়ের নামে পুলিশি হয়রানির শিকার চালকরা, এমনই অভিযোগ শতশত লরি চালকদের। ফলে, সকল লরি চালকরা ঐক্যবদ্ধ হয়ে ত্রিপুরায় প্রবেশদ্বার চুরাইবাড়ি গেটের অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। আন্দোলনকারী চালকরা জানিয়েছেন, পুলিশ তল্লাশির নামে সকল লরি চালকদের চার থেকে পাঁচ দিন ধরে চুরাইবাড়িতে দাঁড় করিয়ে রেখেছে,যার ফলে লরি চালকরা যথাসময়ে গন্তব্য স্থলে পৌঁছতে পারছে না।প্রতিটা লরি তল্লাশির জন্য লরি প্রতি বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচশো থেকে দেড় হাজার টাকা পর্যন্ত দিতে হচ্ছে পুলিশকে। তারপরও সঠিকভাবে তল্লাশি করা হচ্ছে না। শুধু তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে লরি চালকদের। সকল লরি চালকরা ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, চুড়াইবাড়িতে যদি স্ক্যানার মেশিন বসানো হয়, তাহলে হয়তো দ্রুত গাড়ি তল্লাশি করা সম্ভব হবে। টানা চার থেকে পাঁচ দিন ধরে চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্ট থেকে ত্রিপুরা সীমান্তের দীর্ঘ প্রায় দেড় থেকে দুুই কিলোমিটার ছোট-বড় পণ্যবাহী লরি ও খালি লরির দীর্ঘ লাইন লেগে রয়েছে যার ফলে চালকরা যেমন স্নান করতে পারছে না, তেমনি নেই সেখানে শৌচাগারের ব্যবস্থাও। তাই সকল লরি চালকরা পুলিশের হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ তুলে তারা বিষয়টি দ্রুত সমাধানের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে। #tripuranews #newstoday #banglanews #tripura @ubanglatvofficial
What's Your Reaction?