Tripura : জিএসটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

Tripura : জিএসটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

Jul 22, 2023 - 17:05
 0  3

জি এস টি চালু হওয়ায় ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির অনেক সুবিধা হয়েছে। এই রাজ্যগুলিতে ব্যবসা-বাণিজ্যের পরিকাঠামো অনেক বেশি সম্প্রসারিত হয়েছে। আগরতলার নেতাজি চৌমুহনিতে কেন্দ্রীয় জিএসটি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একথা বললেন। তিনি আরো বলেন, জি এস টি চালু হওয়ার আগে ২০১৬-১৭ অর্থবছরে কেন্দ্রীয় বিক্রয় কর থেকে পাওয়া ত্রিপুরায় শেয়ারের পরিমাণ ছিল ৪২১ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে আন্তরাজ্য বাণিজ্য থেকে কর আদায় হয়েছে ৯৮২.৫০ কোটি টাকা। গত কয়েক বছরের ব্যবধানে এই পরিসংখ্যানই বলে দিচ্ছে জিএসটি চালু হওয়ায় ত্রিপুরার মত ছোট্ট রাজ্য কতটা উপকৃত হয়েছে। ত্রিপুরার মানুষ খুবই সচেতন। ত্রিপুরার মানুষ খুব অতিথিবৎসল ও বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ত্রিপুরার একমাত্র গ্রামীণ ব্যাংক" ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের" সৌরশক্তি দ্বারা চালিত ভ্রাম্যমান এটিএম এর উদ্বোধন করলেন। এখন থেকে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সমস্ত ভ্রাম্যমান এটিএম ও এটিএম কাউন্টার থেকে সব ব্যাংকের এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন সব ব্যাংকের গ্রাহকগণ। #tripura #tripuranews #breakingnews #newstoday #nirmalasitharaman #newslive #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow