Tripura : চিকিৎসক না থাকায় ভুক্তভোগী রোগীরা : U Bangla TV
Tripura : চিকিৎসক না থাকায় ভুক্তভোগী রোগীরা : U Bangla TV
আগরতলা শ্যামলী বাজারস্থিত ভারত সরকারের শ্রম এবং রোজগার মন্ত্রণালয়ের অধীন এমপ্লয়মেন্ট স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন ডিসপেন্সারিতে বিগত দুইদিন যাবৎ চিকিৎসক নেই বলে বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন ডাক্তার দেখাতে আসা ভুক্তভোগী রোগীরা। বর্তমানে একজন মহিলা চিকিৎসক ওই ডিসপেন্সারিতে কর্মরত রয়েছেন। এই ডিসপেন্সারিতে তিনজন চিকিৎসক ছিলেন, বাকি দুইজন চিকিৎসক কিছুদিন আগে চাকুরি ছেড়ে চলে যান। বর্তমানে একজন মহিলা চিকিৎসক দ্বারা ডিসপেন্সারিতে রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান করা অসম্ভব হয়ে পড়ছে। যার ফলে মঙ্গলবার তিনি বিরক্ত হয়ে ডিসপেন্সারি থেকে বাড়ি চলে যান। বুধবার আর হাসপাতালে আসেননি। যার ফলে দুর্ভোগের শিকার হতে হচ্ছে চিকিৎসা পরিষেবা নিতে আসা ৩০ থেকে ৪০ জন রোগীদের। ভুক্তভোগী রোগীরা এমন অবস্থায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নিকট আবেদন জানিয়েছেন ভারত সরকারের শ্রম এবং রোজগার মন্ত্রণালয়ের অধীন এমপ্লয়মেন্ট স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন ডিসপেন্সারিতে চিকিৎসক দেওয়ার জন্য। #tripura #tripuranews #newstoday #banglanews #breakingnews @ubanglatvofficial
What's Your Reaction?