Kolkata : মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফিল্ম ফেস্টিভ্যালের শুভ সূচনা : U Bangla TV

Kolkata : মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফিল্ম ফেস্টিভ্যালের শুভ সূচনা : U Bangla TV

Dec 6, 2023 - 14:28
 0  6

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে , ২৯ তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ২০২৩ শুভ সূচনা হলো,,,, ৫ ই ডিসেম্বর মঙ্গলবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এবং উদ্যোগে, এবং তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের পরিচালনায়, ও ফিল্ম ইন্ডাস্ট্রিজের শিল্পীদের সহযোগিতায়, ২৯ তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্মের শুভ সূচনা করলেন প্রদীপ প্রজ্জালনের মধ্য দিয়ে,, , এই উৎসব চলবে ৫ই ডিসেম্বর থেকে ১২ই ডিসেম্বর পর্যন্ত এবং বেশ কয়েকটি সিনেমা প্রদর্শীত হবে নন্দন প্রেক্ষাগৃহে,, দেশ-বিদেশের নানান ছবি। এবং একটি নতুন নামকরণ দিয়েছেন, বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমন,,,,, এর মাধ্যমে সকল শ্রোতা ও সিনেমা প্রেমী মানুষজন আনন্দ উপভোগ করবেন,, এই ফিল্ম ফেস্টিভ্যাল উপলক্ষে ,রবীন্দ্র সদন একতারা মঞ্চ নন্দন থেকে শুরু করে সমস্ত জায়গা সুন্দরভাবে সজ্জিত হয়েছে, সিনেমার বিভিন্ন রূপ দিয়ে।। সিনেমা প্রেমী ও দর্শকরা এই সকল গুলোন ঘুরে উপভোগ করছেন। আজকের শুভ সূচনায় উপস্থিত ছিলেন, মাননীয় তথ্য সংস্কৃতি বিভাগের মন্ত্রী ইন্দ্রনীল সেন, মন্ত্রী অরূপ বিশ্বাস , উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চক্রবর্তী, উপস্থিত ছিলেন বোম্বের অভিনেতা সালমান খান, রঞ্জিত মল্লিক, জুন মালিয়া কোয়েল মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী, চূর্ণী গাঙ্গুলী, কৌশিক গাঙ্গুলী, হরনাথ চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী থেকে শুরু করে চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেতা অভিনেত্রীরা এবং বোম্বের অভিনেতা অভিনেত্রী ও পরিচালকেরা,। সকলের উপস্থিতিতে আজকের ফিল্ম ফেস্টিভ্যালের শুভ সূচনা আনন্দমুখর হয়ে উঠেছিল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মধ্য দিয়ে বলেন,, চলচ্চিত্র জগৎ মানুষকে ও শিল্পীদের একটা অন্য মাত্রা এনে দিয়েছে। এবং ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীদের বিভিন্নভাবে সুযোগ করে দিয়েছে পর্দার সন্মুখে, আগের থেকে এখন অনেক বেশি ইন্ডাস্ট্রিজে কাজ হচ্ছে এবং ছেলেমেয়েরা সুযোগ পাচ্ছে, শুধু তাই নয় পরিচালকেরাও চেষ্টা করছেন নতুন নতুন কাজ করার এবং ইন্ডাস্ট্রিজকে বাঁচিয়ে রাখার। আর এই ফিল্ম ফেস্টিভ্যালের মধ্য দিয়ে সকল সিনেমা প্রেমীদেরও সুযোগ করে দিচ্ছে বিভিন্ন দেশের ছবি দেখার , শুধু কলকাতায় নয় বোম্বের পরিচালকরা অভিনেতা-অভিনেত্রীরাও শুধু হিন্দি সিনেমায় যুক্ত নয় কিছু কিছু অভিনেতা-অভিনেত্রী ইদানিং বাংলা সিনেমা তো যোগ দিচ্ছেন, আর আজকের এই ফিল্ম ফেস্টিভ্যালে সকল অভিনেতা-অভিনেত্রী ,পরিচালক, প্রডিউসারদের উপস্থিতি, ২৯ তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল কে আরো এগিয়ে নিয়ে গেল, সকল সিনেমা প্রেমীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো,, আপনারা এই কটা দিন আনন্দ উপভোগ করুন এবং নতুন নতুন ছবিগুলি দেখুন। বাংলার সিনেমা জগতকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টায় আপনাদের সহযোগিতা। #kolkata #mamatabanerjee #salmankhan #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow