Tripura : চলছে বিজেপি নেতাদের তোল্লাবাজি অভিযোগ বিজেপি কর্মীদের

Tripura : চলছে বিজেপি নেতাদের তোল্লাবাজি অভিযোগ বিজেপি কর্মীদের

Jul 19, 2023 - 18:11
 0  5

নেতা মানেই কি লুটেপুটে খাওয়া। নেতা মানেই কি দুর্নীতি করা । সুশাসনের রাজত্বে কার মদতে চলছে নেতাদের এই ধরনের কীর্তিকান্ড এই নিয়ে দক্ষিন ত্রিপুরা জেলা রাজনগর বিধানসভা কেন্দ্র জুড়ে উঠছে প্রশ্ন? চারদিকে শুধু লুট বানিজ্য, নেশা ও তোল্লা বানিজ্যের নেশায় মত্ত হয়ে প্রতিযোগিতার বাজারে নেমে পড়ে শাসক দল বিজেপির কিছু অংশের নেতৃত্বরা, এমনই গুঞ্জন শুরু হয়েছে রাজনগর বিধানসভা কেন্দ্র জুড়ে। জনগণের প্রকল্প নিয়ে ঘোটালা করে নিজের লক্ষ্মী ভান্ডার বৃদ্ধি করার অভিযোগ উঠে আসছে রাজনগর বিধানসভা কেন্দ্রের উত্তর রাঙ্গামুড়া গ্ৰাম পঞ্চায়েত এলাকা থেকে । ভয়কে উপেক্ষা করে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দ্বারস্থ হয়ে বিজেপি দলের নেতৃত্বদের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন খোদ বিজেপি দলের কার্যকর্তারা। জলাশয় খনন করে দেবার নাম করে বিজেপি দলের এক কার্যকর্তার কাছ থেকে কিভাবে অর্থ হাতিয়ে নেয় উত্তর রাঙ্গামুড়া শক্তিকেন্দ্রের ইনচার্জ বিলাস দেব সহ স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় কর্মকার ও সুমন দাস তার তথ্য তুলে ধরলেন এক বিজেপি কর্মী । রাজনগর এগ্রিকালচার ও ফিসারি দপ্তর থেকে দুই লক্ষ টাকা ব্যায়ে জলাশয় খননের মঞ্জুর হয় এক বিজেপি কর্মীর। কিন্তু, শক্তিকেন্দ্রের ইনচার্জ বিলাস দেব সহ তার সাঙ্গপাঙ্গদের নেতৃত্বে জোর করে জলাশয় খননের নামে এক বিজেপি কর্মী থেকে ১ লক্ষ ৬২ হাজার টাকা হাতিয়ে নেয় বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে এমনই অভিযোগ । এগ্রিকালচার ও ফিসারী দপ্তর থেকে যদি ২ লক্ষ টাকার জলাশয় খননের বরাদ্দ হয়ে থাকে, তাহলে কেন ওই বিজেপি কর্মীর কাছ থেকে জোর করে ডজার দিয়ে পুকুর কেটে টাকা হাতিয়ে নিল এই নিয়ে উঠছে প্রশ্ন? আর্থিক প্রতারণার শিকার ওই বিজেপি কর্মী জানান,এই বিষয়ে বিধায়িকা স্বপ্না মজুমদার সহ বিজেপি মন্ডল সভাপতি রঞ্জিত সরকারকে জানানোর পরেও কাজের কাজ কিছুই হয়নি। যার ফলে প্রশ্রয় পেয়ে বিলাস দেব তার সাঙ্গপাঙ্গদের নিয়ে ওই বিজেপি কর্মীকে বিভিন্নভাবে হুমকি দিয়ে টাকা আদায় করে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। সময় মত টাকা দিতে না পারার ফলে বিজেপি কর্মীর ছেলেকে মারধর করে বিলাস দেব- এর সাঙ্গপাঙ্গরা এমনই অভিযোগ উঠেছে। বিজেপি কর্মী জানায়, বামফ্রন্ট সরকারকে হাঁটিয়ে রাম সরকার গঠন হওয়ার পর তিনি বহু খুশি হয়েছিলেন ।তিনি ভেবেছিলেন অনেক কিছু হবে। কিন্তু, আজকে তিনি হতাশা এবং অসহায় । এছাড়া আক্ষেপের সুরে তিনি আরো বলেন, এই ধরনের লোক যদি বিজেপি দলে থাকে , তাহলে বিজেপি দলকে আর ক্ষমতায় টিকিয়ে রাখা যাবে না । বিজেপি দল থেকে বিলাস দেব-এর মতো এরকম দুর্নীতিবাজ লোকদের যাতে বিজেপি দল থেকে সরিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হোক তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপি দলের সভাপতির কাছে আবেদন জানান । #breakingnews #newstoday #tripura #tripuranews #bjp #banglanews #newslive #today_breaking_news  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow