Tripura : ঐতিহ্যবাহী বিজু উৎসব : U Bangla TV

Tripura : ঐতিহ্যবাহী বিজু উৎসব : U Bangla TV

Apr 12, 2024 - 16:42
 0  3

শুরু হলো চাকমা সম্প্রদায়ের মানুষদের ঐতিহ্যবাহী বিজু উৎসব! আজ থেকে শুরু হলো ত্রিপুরায় চাকমা সম্প্রদায়ের মানুষদের ঐতিহ্যবাহী বিজু উৎসবের। তিন দিনব্যাপী চলবে এই ঐতিহ্যবাহী বিজু উৎসব। চাকমা সম্প্রদায়ের মানুষরা বিজু উৎসবের মাধ্যমে বাংলা নববর্ষকে স্বাগত জানাই। আজ ছিল ফুল বিজু। ফুল বিজু মানে চাকমা সম্প্রদায়ের মানুষরা সকাল সকাল ফুল কুড়িয়ে গঙ্গাঘাটে গিয়ে অর্পণ করেন। শুক্রবার সকালে ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা রানীর পুকুর পাড়ে চাকমা সম্প্রদায়ের মানুষদের ফুল বিজু অনুষ্ঠানটি হয়। তারপর চাকমা সম্প্রদায়ের মানুষরা এক সুবিশাল র‌্যালি করে আগরতলা কুঞ্জবন স্থিত বুদ্ধ মন্দিরে গিয়ে পুজো অর্পণ করেন। বিজু উৎসব হচ্ছে চাকমা সম্প্রদায়ের মানুষদের সবচেয়ে বড় সামাজিক উৎসব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow