Tripura : সুস্বাদু সব্জি গাজর চাষে ব্যস্ত ত্রিপুরার একটি কৃষক : U Bangla TV

Tripura : সুস্বাদু সব্জি গাজর চাষে ব্যস্ত ত্রিপুরার একটি কৃষক : U Bangla TV

Mar 26, 2024 - 13:35
 0  2

গাজর অন্যতম এক সুস্বাদু সব্জি। রাজ্য এবং বহিঃ রাজ্যের বাজারগুলিতে এই সুস্বাদু সব্জি গাজরের কদর রয়েছে বেশ। কিন্তু, এবছর গাজর চাষ করে তেমন লাভের মুখ দেখছে না কৃষকরা। মিলছে না কৃষি দপ্তর থেকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা এমনটাই জানিয়েছেন খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুড়া মহকুমা কৃষি দপ্তরের অন্তর্গত মাইগঙ্গা চামপ্লাই নয়াবাড়ী এলাকার এক কৃষক নারায়ণ বিশ্বাস। তিনি জানিয়েছেন,বিগত দীর্ঘ বছর যাবত এই কৃষি কাজের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। গোটা এলাকাটি কৃষির উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল। বর্তমান মরশুমে সুস্বাদু সব্জি গাজর চাষ করতে প্রচুর পরিমাণ অর্থরাশী ব্যায় করতে হয়। প্রতি এক কানি জমিতে গাজর চাষ করতে কমপক্ষে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ করতে হয়। এবছর তিনি সাড়ে তিন কানি জমির উপর গাজর চাষ করেছেন,কোন প্রকার সরকারি সাহায্য সহযোগিতা ছাড়াই। বৃষ্টির কারণে গাজর গুলি পচন ধরে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। অন্যদিকে, গাজর বিভিন্ন বাজার গুলিতে বাজারজাত করা হলেও তার সঠিক দাম পায় না কৃষকেরা। কৃষক নারায়ণ বিশ্বাস উনার কৃষি জমিতে উৎপাদিত গাজরগুলো আগরতলা,তেলিয়ামুড়া, মোহরছড়া, কল্যাণপুর ইত্যাদি বাজারগুলিতে বাজারজাত করে থাকেন। #tripura #tripuranews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow