Tripura : সর্বনাশা ড্রাগস বিরোধী অভিযানে একের পর এক সাফল্য : U Bangla TV
Tripura : সর্বনাশা ড্রাগস বিরোধী অভিযানে একের পর এক সাফল্য : U Bangla TV
সর্বনাশা ড্রাগস বিরোধী অভিযানে একের পর এক সাফল্য অর্জন করছে অসমের করিমগঞ্জ থানার পুলিশ।বিশেষ করে বর্তমান পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে ড্রাগসের বিরুদ্ধে বিশেষ সাফল্য অর্জন করেছে স্থানীয় পুলিশ। গোপন খবরের ভিত্তিতে ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে প্রায় চার কোটি টাকার নিষিদ্ধ মাদক সহ তিন কুখ্যাত নেশা পাচারকারিকে আটক করল পুলিশ। ধৃতদের কাছ থেকে বারোটি সাবানের বাক্সে ১৫০ গ্রাম নেশার হেরোইন সহ ১৯ হাজার ৮০০ টি নেশার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে পুলিশ। যার কালোবাজারী মুল্য প্রায় চার কোটি টাকার হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, রাতাবাড়ি পুলিশ অসম -মিজোরাম সীমান্তে ওৎ পেতে বসে একটি বিলাস বহুল গাড়ি আটক করে গাড়িটিতে তল্লাশি করে এই নেশা সামগ্রী সহ তিন কুখ্যাত নেশা পাচারকারিকে আটক করে।ধৃতদের নাম হলো - সোহেল আহমেদ, জামিল হোসেন ও জহিরুল ইসলাম।তাদের উভয়ের বাড়ি নিলাম বাজার এলাকায়। পুলিশ সুপার প্রতাপ দাস সংবাদ মাধ্যমকে জানান যে, ধৃত ড্রাগস পাচারকারিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই নেশা পাচার কান্ডে জড়িত অন্যদের খুঁজে বের করতে পুলিশ তল্লাশি জারি রেখেছে। #tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?