Tripura : ঋণ দেবার নামে কোটি টাকা লুঠ : U Bangla TV
Tripura : ঋণ দেবার নামে কোটি টাকা লুঠ : U Bangla TV
ঋণ দেবার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে ৩ কোটি টাকা হাতিয়ে নেওয়া অভিযোগ উঠল DL & Bharat Finance and Utility services নামে কোম্পানির ডিরেক্টর দেবাশীষ দে এর বিরুদ্ধে! থানায় মামলা! সাম্প্রতিককালে ডি এল এন্ড ভারত ফাইনান্স এন্ড ইউটিলিটি সার্ভিসেস নামক একটি সংস্থা ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা আমতলী থানার অধীনস্থ সায়েন্স সিটির পাশে নিম্বার্ক এলাকায় অফিস খুলেছিল। গত নভেম্বর মাসে হঠাৎ এই সংস্থা কাজকর্ম বন্ধ করে দেয়। ঋণ দেবার নামে সাধারণ মানুষের কাছ থেকে কমপক্ষে তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই সংস্থা। এই প্রতারক সংস্থার মূল মাথা তথা ডি এল এন্ড ভারত ফাইনান্স এন্ড ইউটিলিটি সার্ভিসেস এর ডিরেক্টর দেবাশীষ দে'র বিরুদ্ধে আমতলী থানা, মহকুমা প্রশাসন সহ পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানানোর পর ও সেই টাকা কোন এক রহস্যজনক কারনে উদ্ধার করতে পারছেনা পুলিশ। বুধবার আগরতলা আমতলী থানার পুলিশের নিকট দ্বারস্থ হয়ে এমনটাই অভিযোগ করেছেন এই কোম্পানির একজন কর্মচারী মনোজ দত্ত। তিনি আরো অভিযোগ করেছেন,ওই ফাইন্যান্স সংস্থায় তিনি সহ আরো সাতজন কর্মী কাজ করতেন। প্রত্যেকের সঙ্গে প্রতারণা করেছেন দেবাশীষ দে। প্রত্যেককে দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ঋণ দেওয়ার নামে টাকা কালেকশন করিয়েছে অভিযুক্ত দেবাশীষ দে। পুলিশ চাইলে সেই টাকার হদিস বের করতে পারে। সেই টাকা গ্রাহকদের না দিয়ে উল্টো কর্মচারী মনোজ দত্তকে হুমকি দিচ্ছে অভিযুক্ত দেবাশীষ দে। এমতাবস্থায় সংবাদ মাধ্যমের সামনে বেকার যুবক মনোজ দত্ত জানিয়েছেন, অভিযুক্ত দেবাশীষ দে আর আর্থিক প্রতারণার বিষয়টি পুলিশ যেন সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত দেবাশীষ দে'কে গ্রেফতার করে সাধারণ মানুষের টাকা যেন ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করে। #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?