Tripura : লক্ষ্য এশিয়ান গেমস
Tripura : লক্ষ্য এশিয়ান গেমস
লক্ষ্য এশিয়ান গেমস! অনুশীলনে বিখ্যাত জিমন্যাস্টিয়ান পদ্মশ্রীপ্রাপ্ত ত্রিপুরার মেয়ে দীপা কর্মকার ও পশ্চিমবঙ্গের মেয়ে প্রতিষ্ঠা সামন্ত!চিনের হ্যাংজু শহরে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এশিয়ান গেমস। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। ভারতীয় জিমন্যাস্টিকস দল গঠনের লক্ষ্যে গত ১১ ও ১২ জুলাই উড়িষ্যার ভুবনেশ্বরে অনুষ্ঠিত হয়েছিল ট্রায়াল ক্যাম্প। সে ট্রায়াল ক্যাম্পে দীর্ঘদিন পর ত্রিপুরার মেয়ে দীপা কর্মকার অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে ভারতীয় দলে সুযোগ করে নেয়। ৯ সদস্যের ভারতীয় দল গঠিত হয় দুদিনের ট্রায়াল ক্যাম্পের মাধ্যমে। দলটিতে পাঁচজন পুরুষ এবং চারজন মহিলা নির্বাচিত হয়।ত্রিপুরার মেয়ে দীপা কর্মকার ও পশ্চিমবঙ্গের মেয়ে বর্তমানে ত্রিপুরায় বসবাসকারী প্রতিষ্ঠা সামন্ত ভারতীয় দলে স্থান করে নেয়। তাদের কোচ বিশ্বেশ্বর নন্দীর তত্ত্বাবধানে চলছে দুই মেয়ের জোরদার প্রস্তুতি। আগরতলা নেতাজি চৌমুহনিস্থিত এনএসআরসিসি'তে দুবেলা মিলিয়ে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা অনুশীলন চালিয়ে যাচ্ছে তারা। ত্রিপুরা সরকার সহযোগিতা করে চলেছেন তাদের। ১২ লক্ষ টাকার ইকুপমেন্ট কিছুদিন পূর্বে দিয়েছে তাদের অনুশীলনে সুবিধার জন্য জানান কোচ বিশ্বেশ্বর নন্দী। পাশাপাশি আসন্ন এশিয়ান গেমসে ত্রিপুরার মেয়ে দীপা কর্মকার ও পশ্চিমবঙ্গের মেয়ে প্রতিষ্ঠা সামন্ত ভালো ফলাফল নিয়ে আশাবাদী তিনি।দীপা কর্মকার এবং প্রতিষ্ঠা সামন্ত দুজনেই ভালো ফল করার ব্যাপারে নিজেদের উজাড় করে দেবে বলে জানিয়েছেন। #breakingnews #newstoday #banglanews #newslive #tripura #tripuranews @ubanglatvofficial
What's Your Reaction?