Tripura| মিথ্যে বলে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী| U Bangla TV
Tripura| মিথ্যে বলে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী| U Bangla TV
মিথ্যে কথা বল বলে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করল দ্বিতীয় স্ত্রী!
ঘটনার বিবরণে জানা যায়, সিপাহীজলা ত্রিপুরা জেলা মেলাঘর থানাধীন তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের ৬ নাম্বার ওয়ার্ডের মুড়াপাড়া এলাকার ইনুছ মিয়ার ছেলে সফর আলী বয়স ৪২ আজ থেকে পাঁচ বছর আগে মোবাইলের মাধ্যমে ঊনকোটি ত্রিপুরা জেলা কৈলাশহর শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ড এলাকার পিংকি বেগমের সাথে পরিচয় হয়। এরপর সফর আলী, ও পিংকি বেগম দুজনের মধ্যে কোর্ট ম্যারেজ হয়।কোর্ট ম্যারেজ করার পর দুই থেকে তিন মাস পর সফর আলীর বোন দু'জনকে কৈলাশহরে সামাজিকভাবে আবার বিয়ে করান। কিন্তু, বিয়ের আগে সফর আলী পিংকি বেগমকে বলেছিল সেই আগে কোন বিয়ে করেনি। এরমধ্যে তাদের পরিবারে একটি কন্যা সন্তান জন্ম নেয়। যার বর্তমান বয়স চার বছর। কিন্তু, সফর আলী ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে কৈলাশহর থেকে তার দ্বিতীয় স্ত্রী পিংকি বেগম, এবং তার চার বছরের কন্যা সন্তানকে ফেলে রেখে মেলাঘর তেলকাজলা মুড়াপাড়া এলাকায় নিজ বাড়িতে প্রথম স্ত্রী'র সাথে বসবাস শুরু করে। সফর আলীর প্রথম স্ত্রীর ও ছেলে সন্তান রয়েছে। কৈলাশহর থেকে সফর আলী পিংকি বেগম এবং তার চার বছরের কন্যা সন্তানকে ছেড়ে আসার পর তাদের আর কোন খোঁজখবর নেয়নি সফর আলী। যার ফলে সফর আলীর দ্বিতীয় স্ত্রী পিংকি বেগম চার বছরের কন্যা সন্তানকে সাথে নিয়ে মেলাঘর থানায় সফর আলী, ও তার বোন রুসিয়া বিবির বিরুদ্ধে লিখিতভাবে মামলা দায়ের করেন। আর এই মামলার পরিপ্রেক্ষিতে মেলাঘর থানার পুলিশ সুষ্ঠু তদন্ত করে মেয়েটি'কে বিচার পাওয়ার জন্য আশ্বাস দেন।
What's Your Reaction?