Tripura : মাতৃ ভাষাকে ও ভালবাসতে হবে : U Bangla TV
Tripura : মাতৃ ভাষাকে ও ভালবাসতে হবে : U Bangla TV
২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ত্রিপুরা সহ সমস্ত বাংলা ভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস, যা ১৯৯৯ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বরে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী মাতৃভাষা দিবস পালন করা হয়। এই মাতৃভাষা দিবস শহীদ দিবস হিসাবেও পরিচিত। এই দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালে আজকের এই দিনে বাংলা ভাষাকে তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলি বর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন।যাঁদের মধ্যে রফিক,জব্বার,শফিউর, সালাম,বরকত উল্লেখযোগ্য। এই কারণে ২১ শে ফেব্রুয়ারি এই দিনটি শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এরই অঙ্গ হিসাবে বুধবার ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ সারা বিশ্বব্যাপী এই দিনটিকে শহীদ দিবস অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। সিপাহীজলা ত্রিপুরা জেলা বক্সনগর রহিমপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ময়দানে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তফাজ্জল হোসেন সহ অন্যান্যরা। ভাষা দিবস উপলক্ষে রহিমপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ময়দান থেকে প্রত্যেক বছরের ন্যায় এবছর ও সকালে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে এক শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রাটি গোটা এলাকা সহ ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার বেড়ার রাস্তা পরিক্রমণ করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়। পরবর্তী সময়ে বিদ্যালয়ে বিভিন্ন সাজে সজ্জিত করা শহীদ মিনারে বিধায়ক তফাজ্জল হোসেন থেকে শুরু করে একে একে সমস্ত অতিথিবৃন্দরা এই শহীদ মিনারে পুষ্প ও মাল্যদান দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিধায়ক তফাজ্জল হোসেন বক্তব্য রাখতে গিয়ে বলেন, আজকের এই দিনটি আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারন আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। আমরা মাকে যেভাবে ভালবাসি, আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে ও সেভাবে ভালবাসতে হবে। #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?