Tripura : মকর সংক্রান্তি উপলক্ষে সেজে উঠেছে ত্রিপুরা লঙ্কামুড়া আলপনা গ্রাম : U Bangla TV

Tripura : মকর সংক্রান্তি উপলক্ষে সেজে উঠেছে ত্রিপুরা লঙ্কামুড়া আলপনা গ্রাম : U Bangla TV

Jan 14, 2024 - 17:04
 0  3

মকর সংক্রান্তি উপলক্ষে সেজে উঠেছে ত্রিপুরা লঙ্কামুড়া আলপনা গ্রাম!বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম হলো পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি। আর পৌষ বা মকর সংক্রান্তি মানেই পিঠে পুলি, আলপনা এবং চিরাচরিত বুড়ি ঘর। যুগ যুগ ধরে চলে আসছে এই সংস্কৃতি। যদিও কালের বিবর্তনে এবং আধুনিকতার ছোঁয়ায় সেই সংস্কৃতি এখন প্রায় লুপ্ত। কিন্তু, গ্রাম বাংলায় সেই সংস্কৃতি এখনো দেখা যায়। আগরতলা শহর থেকে কিছুটা দূরে অবস্থিত ত্রিপুরা লঙ্কামুড়া আলপনা গ্রাম। পৌষ বা মকর সংক্রান্তি উপলক্ষে সেজে উঠেছে লঙ্কামুড়া আলপনা গ্রাম। বাড়ি ঘরে আলপনা আঁকতে ব্যস্ত মহিলারা। সাধারণ একটি গ্রাম কিভাবে শিল্পীদের হাতের ছোঁয়ায় ছবিময় এবং পৌরাণিক গল্প বলার গ্রাম হয়ে ওঠে তার এক দৃষ্টান্ত হচ্ছে ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে কিছুটা দূরে অবস্থিত ত্রিপুরা লঙ্কামুড়া আলপনা গ্রাম। ঘরের দেওয়াল গুলোতে অংকন করা হয়েছে অনেক কিছু। #tripura #tripuranews #banglanews #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow