Tripura : ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতে পাওয়ারটিলার কেলেঙ্কারি : U Bangla TV
Tripura : ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতে পাওয়ারটিলার কেলেঙ্কারি : U Bangla TV
দক্ষিণ ত্রিপুরা জেলা সাব্রুম মহকুমা সাব্রুম থানার অন্তর্গত সাতচাঁদ আর.ডি.ব্লকের অধীন থাইবুং গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নাগাশিটিলা এলাকার রতন ধরের বাড়িতে কৃষকদের বরাদ্দের সরকারি ১৫-টি পাওয়ার টিলারের সন্ধান পাওয়া যায়। সরকারি এই ১৫ - টি পাওয়ার টিলার গুলি রতন ধরের বাড়িতে কোথায় থেকে আসলো তা জানার জন্য সাতচাঁদ এগ্রি সাব-ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এস.এ. জিতেন ত্রিপুরা এবং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জবা দেব - এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা জানান এই মেশিন গুলি তাদের না। আশ্চর্যের বিষয় হলো, । বেনি ফিসিয়ারিদের সরকারি পাওয়ার টিলার মেশিন কি করে অবৈধভাবে বিক্রি হচ্ছে তা নিয়ে উঠছে কৃষকদের মধ্যে নানান প্রশ্ন? #tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?