Tripura : ভাগ্যের নির্মম পরিহাসের শিকার মাতৃহারা দুই অবুঝ শিশু কন্যা | U Bangla TV
Tripura : ভাগ্যের নির্মম পরিহাসের শিকার মাতৃহারা দুই অবুঝ শিশু কন্যা | U Bangla TV
গত ৮ নভেম্বর সিপাহীজলা ত্রিপুরা জেলা বিশালগড় মহকুমার অন্তর্গত চড়িলাম কড়ইমুড়া এলাকায় দীপু নম নামে দুই শিশু কন্যা সন্তানের মায়ের রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। কিন্তু, ভাগ্যের কি নির্মম পরিহাস জন্মদাত্রী মা দীপু নম এর মৃত্যুতে তার ছোট ছোট দুই অবুঝ কন্যা সন্তান একেবারে অনাথ হয়ে পড়ে। ছোট ছোট দুই অবুঝ শিশু কন্যা সন্তান তাদের মায়ের মৃত্যুর সেই কালো দিনটি এখনো ভুলতে পারেনি, এখনো সেই অবুঝ ছোট ছোট দুই অবুঝ কন্যা সন্তান তাদের মায়ের ছবিতে তাদের মা'কে খুঁজে বেড়াচ্ছে। বর্তমানে এই দুই অবুঝ শিশু কন্যা তাদের বৃদ্ধ দাদু, দিদনের কাছে রয়েছে। খবর পেয়ে ত্রিপুরার শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা এবং সদস্যা মনিষা সাহা চড়িলাম কড়ইমুড়াস্থিত মাতৃহারা দুই অবুঝ শিশু কন্যা সন্তানদের বৃদ্ধ দাদু,দিদনের বাড়িতে ছুটে যান এবং দুই অনাথ অবুঝ শিশু কন্যার খোঁজখবর নেন। ত্রিপুরার শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপার্সন সহ সদস্যা দুই অনাথ অবুঝ শিশু কন্যার করুন অবস্থা দেখে মর্মাহত হয়ে পড়েন। মাতৃহারা দুই অবুঝ শিশু কন্যার পড়াশুনা সহ উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার স্বার্থে ত্রিপুরার শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের তরফ থেকে দুই অনাথ অবুঝ শিশু কন্যা দুটিকে সরকারি হোমে দেওয়ার জন্যও বলেন। তাছাড়াও ত্রিপুরার শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের তরফ থেকে দুই অবুঝ শিশু কন্যাকে সরকারিভাবে সব ধরনের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে জানিয়েছেন।
What's Your Reaction?