Tripura : শিশু বিকলাঙ্গ হওয়ায় সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত

Apr 15, 2023 - 16:48
 0  2


ভাগ্যের কি নির্মম পরিহাস। এক শিশু বিকলাঙ্গ হওয়ায় সরকারি সুবিধা থেকে সে বঞ্চিত। পুরাতন আগরতলার খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বাশকোবরা এলাকার শুকলাল দেববর্মার ছেলে ১২ বছর বয়সী কুশ দেববর্মা জন্মলগ্ন থেকেই ১০০ শতাংশ বিকলাঙ্গ। শিশুটির শারীরিক অক্ষমতার কারণে তার আধার কার্ড করাও সম্ভব হয়নি তার পরিবারের লোকজনদের। এমনকি শিশুটির জন্মের প্রমাণপত্রও নেই। শিশুটির বাবা শুকলাল দেববর্মা একজন দিনমজুর। তাদের ১২ বছরের ১০০ শতাংশ বিকলাঙ্গ সন্তানের এই অবস্থার কারণে সামাজিক ভাতা এবং সরকারি কোনো সুবিধা পাওয়ার জন্য একাধিকবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। কিন্তু শিশুটির জণ্ম সার্টিফিকেট এবং আধার কার্ড না থাকায় শিশুটি এখনো পর্যন্ত সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। ১২ বছরের সেই কুশ দেববর্মা ১০০ শতাংশ বিকলাঙ্গ হওয়ার কারণে বিছানায় শয্যাশায়ী, কথা বলতেও পারেনা, এমনকি নিজের হাতে খাবার পর্যন্ত তুলে খেতে পারে না। ১২ বছরের ১০০ শতাংশ বিকলাঙ্গ কুশ দেববর্মার এই চরম পরিস্থিতির কারণে তার পরিবারের লোকজন চিন্তিত। ত্রিপুরার সমাজ কল্যাণ দপ্তর এবং ত্রিপুরার শিশু সুরক্ষা ও আধিকার কমিশন পুরাতন আগরতলা খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বাশকোবরা এলাকার শুকলাল দেববর্মার ১২ বছর বয়সী ১০০ শতাংশ বিকলাঙ্গ ছেলে কুশ দেববর্মার এই করুন পরিস্থিতিতে শিশুটির জন্মের প্রমাণপত্র এবং আধার কার্ড বের করার ব্যবস্থা করে শিশুটির সামাজিক ভাতার ব্যবস্থা করতে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়। #youtube #tripura #tripuranews #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow