Tripura : বেঁচে থাকার তাগিদে রাস্তায় ভিক্ষে করছেন দৃষ্টিহীন মা | U Bangla TV
Tripura : বেঁচে থাকার তাগিদে রাস্তায় ভিক্ষে করছেন দৃষ্টিহীন মা | U Bangla TV
ভাগ্যের কি নির্মাণ পরিহাস। বেঁচে থাকার জন্য খোয়াই ত্রিপুরা জেলা ধলাবিল কলোনি এলাকা থেকে ছোট্ট দুই অবুঝ দৃষ্টিহীন কন্যাদের নিয়ে আগরতলা জগন্নাথ বাড়ির সামনে রাস্তার ফুটপাতে বসে ভিক্ষে করছেন সারথি ঘোষ নামে এক অসহায় মা। স্বামী মারা গিয়েছেন আজ থেকে অনেক বছর আগে। সরকার থেকে ঘর পেয়েছেন, বিদ্যুৎ পেয়েছেন কিন্তু জলের সুবিধা নেই। সরকারি কোন কাগজপত্র উনাদের নেই। রেশন কার্ড ও নেই। দৃষ্টিহীন মা সারথি ঘোষের দুই ছোট্ট মেয়েদের নাম মনসা ঘোষ এবং পার্বতী ঘোষ। উনার দুটি মেয়ে ও জন্ম থেকেই দৃষ্টিহীন। দৃষ্টিহীন মা সারথি ঘোষের এই পৃথিবীতে উনার দুই মেয়ে ছাড়া আর কেউই নেই। অসহায় দৃষ্টিহীন মা সারথী ঘোষ ছোট্ট অবুঝ দুই শিশু কন্যাদের নিয়ে কি করে বাঁচবে,তাই দৃষ্টিহীন অসহায় মা তার দুই অবুঝ শিশু কন্যাদের নিয়ে রাস্তার ফুটপাতে বসে ভিক্ষে করছেন। ত্রিপুরা সরকারের কাছে দুই অবুঝ ছোট্ট দৃষ্টিহীন শিশু কন্যাদের নিয়ে সাহায্যের আবেদন করেছেন অসহায় দৃষ্টিহীন মা।
What's Your Reaction?