Tripura : বিগত ৫০ বছর ধরে কুটির শিল্পের সাথে জড়িত এক বৃদ্ধ : U Bangla TV

Tripura : বিগত ৫০ বছর ধরে কুটির শিল্পের সাথে জড়িত এক বৃদ্ধ : U Bangla TV

Jan 25, 2024 - 17:01
 0  5

বিগত ৫০ বছর ধরে কুটির শিল্পের সাথে জড়িত আগরতলা ইন্দ্রনগর এলাকার ৭৬ বছরের এক বৃদ্ধ!

বিগত ৫০ বছর ধরে কুটির শিল্পের সঙ্গে ওতোপ্রতভাবে  জড়িয়ে আছেন ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা ইন্দ্রনগর এলাকার সুবোধ চন্দ্র রায় নামে ৭৬ বছরের এক বৃদ্ধ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, বিগত দিনগুলিতে উনার বাবার অনুপ্রেরণায়  - তার থেকেই তিনিএই কাজটি'কে শিখেছেন । কাজটি শেখার পর ধীরে ধীরে এই কুটির শিল্পের সঙ্গে কাজ শুরু করে দিয়েছেন তিনি। বিভিন্ন সময় বিভিন্ন রকমের মূর্তির কাটুন ও স্ট্যাচু এই কুটির শিল্পী বৃদ্ধ সুবোধ চন্দ্র রায়ের হাতের কারুকার্যে দেশের বিভিন্ন জায়গায় পূর্বাশার মাধ্যমে চলে যায়। বর্তমান সময়ে তিনি বাড়িতে কারখানায় বসে কাজ করেন। বিগত দিনগুলিতে বৃদ্ধ সুবোধ চন্দ্র রায় উনার প্রচেষ্টায় এবং সরকারের সহযোগিতায় দুটি ট্রেনিং সেন্টার করেছেন। সারা বছর পূর্বাশার মাধ্যমে বৃদ্ধ সুবোধ চন্দ্র রায়ের তৈরি করা জিনিসপত্র চলে যায় রাজ্যে ও বহি:রাজ্যের বিভিন্ন প্রান্তে। উনি এই কুটির শিল্পের কাজ করেই সংসার প্রতিপালন করে, এক ছেলে এবং এক মেয়েকে লেখাপড়া শিখিয়েছেন। ২১ শে জানুয়ারি ২০২৪ সালে পূর্ণ রাজ্য দিবসে - ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরার খ্যাতনামা প্রবীণ, সুদক্ষ কুটির শিল্পী সুবোধ চন্দ্র রায়কে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের,  গ্রামীণ শিল্প পুরস্কারে  ভূষিত করা হয়। ৭৬ বছরের প্রবীণ কুটির শিল্পী সুবোধ চন্দ্র রায়ের এই প্রতিভা দেখে গর্বিত গোটা দেশ সহ ত্রিপুরাবাসী।#tripura #tripuranews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow