ত্রিপুরা : গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম তুলতে চায় ত্রিপুরার বাসিন্দা |

May 20, 2023 - 14:34
 0  3

ছোট্ট পাহাড়ি ত্রিপুরার রাজধানী আগরতলা কৃষ্ণনগর এলাকার এক প্রতিভাবান যুবক  সিদ্ধার্থ সাহা। অসাধারণ তাঁর শিল্পকলা। ইতিমধ্যে ইন্ডিয়ান বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তাঁর নাম নথিভুক্ত হয়েছে। এবার গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নিজের নাম নথিভুক্ত করতে চায় সিদ্ধার্থ। আগামী ২৭ই মে আগরতলা নজরুল কলাক্ষেত্রস্থিত ললিতকলা একাডেমিতে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে কুইলিং পেপার দিয়ে প্রায় ২০ হাজার হার্ট তৈরি করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড গড়তে চলছে ত্রিপুরার যুবক সিদ্ধার্থ সাহা।  কুইলিং পেপার দিয়ে বিভিন্ন ধরনের মূর্তিও  তৈরি করে সিদ্ধার্থ। তাঁর এই প্রতিবার জন্য বিভিন্ন সামাজিক সংস্থা,  বিভিন্ন সংগঠন তাঁকে পুরস্কৃত করেছে, ত সম্মান জানিয়েছে। গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নিজের নাম নথিভুক্ত করার জন্য সিদ্ধার্থ কুইলিং পেপার দিয়ে যে ২০ হাজার হার্ট তৈরি করছে, তাও অসাধারণ কারুকার্য করে তৈরি করা হয়েছে বলে আমাদের জানিয়েছেন সিদ্ধার্থ সাহা ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow