Tripura : বাংলাদেশী চোরদের উপদ্রবে অতিষ্ঠ ত্রিপুরা লঙ্কামুড়াবাসী : U Bangla TV
Tripura : বাংলাদেশী চোরদের উপদ্রবে অতিষ্ঠ ত্রিপুরা লঙ্কামুড়াবাসী : U Bangla TV
আবারও ভারত-বাংলাদেশের কাঁটাতারের বেড়া কেটে সীমান্তে টইলরত বিএসএফ জওয়ানদের চোখে ফাঁকি দিয়ে ভারতে প্রবেশ করে গরু চুরির ঘটনা ঘটেছে ত্রিপুরা লঙ্কামুড়া এলাকায়। জানা যায়, গভীর রাতে আগরতলা রামনগর ফাঁড়ি থানার অন্তর্গত লঙ্কামুড়া পাল পাড়া এলাকার ফালু পাল নামে এক ব্যাক্তির দুইটি গরু চুরি করে নিয়ে যায় বাংলাদেশী চোরের দল। এই এলাকা দিয়েই ভারত-বাংলাদেশের কাঁটাতারের বেড়া কেটে বাংলাদেশী চোরের দল প্রবেশ করে গরুগুলি চুরি করে বাংলাদেশে পাচার করে দিয়েছে বলে দাবি গরুর মালিকের। ভারত-বাংলাদেশের কাঁটাতারের বেড়া কাটার মতো এতবড় ঘটনা ঘটলেও টের পাইনি বিএসএফ জওয়ানরা। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে ঘটনাস্থলে আগরতলা রামনগর ফাঁড়ি থানার পুলিশ ছুটে এসে গরু চুরির ঘটনার তদন্ত শুরু করে। এই গরু চুরির ঘটনায় ভারতীয় সীমান্তে টইলরত বিএসএফ জওয়ানদের ডিউটি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে আমজনতা? #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficl
What's Your Reaction?