Nadia : শ্রী চৈতন্যদেবের ৫৩৮ তম আবির্ভাব তিথি : U Bangla TV
Nadia : শ্রী চৈতন্যদেবের ৫৩৮ তম আবির্ভাব তিথি : U Bangla TV
পতাকা উত্তোলনের মাধ্যমে মায়াপুর ইসকন মন্দিরে শুরু হয়ে গেল শ্রী চৈতন্যদেবের ৫৩৮ তম আবির্ভাব তিথি বা গুরু পূর্ণিমা উৎসব। মায়াপুর ইসকনের গুরু মহারাজ সমন্বয়ে বিশেষ পূজা পাঠ ও পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিল দেশ-বিদেশের অসংখ্য ভক্ত। আগামী ১২ মার্চ বিশ্বের সমস্ত দেশের ভক্ত সমন্বয় শুরু হবে নবদ্বীপ মন্ডল পরিক্রমা। নবদ্বীপের নয়টি দ্বীপ প্রদক্ষিণ করে পুনরায় ইসকন মন্দিরে ফিরে আসবে এই পরিক্রমা। আগামী ২৫ শে মার্চ অর্থাৎ হোলির দিন ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মের সন্ধিক্ষণে হবে বিগ্রহের মহাভিষেক অনুষ্ঠান। মায়াপুর ইসকনের গুরু পূর্ণিমা উৎসব উপলক্ষে ইতিমধ্যে ই বিশ্বের সমগ্র দেশ থেকে দেশীয় বিদেশি ভক্তরা আসতে শুরু করেছে। সমস্ত দেশের ভক্তদের আগমনে মায়াপুর ইসকন মিনি ওয়ার্ল্ডে পরিণত হবে বলে দাবি ইস্কন কর্তৃপক্ষের। এ বিষয়ে মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, এই প্রথম নয় প্রতিবছরই ই গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হয়ে থাকে মায়াপুর ইসকনের। এ বছরও প্রায় ১০০ টি দেশ থেকে পাঁচ হাজার ভক্ত উপস্থিত হয়েছে ইসকনে। প্রায় ২৮ দিন ধরে চলবে বিভিন্ন অনুষ্ঠান। গৌরাঙ্গ মহাপ্রভুর কৃষ্ণ নাম নিয়ে যে আন্দোলন ছিল। গোটা জাতির কাছে তিনি কৃষ্ণ নাম বিলিয়ে বেড়াতেন সেই উপলক্ষে এবং তার আন্দোলনকে ধরে রাখার লক্ষ্যে এই অনুষ্ঠান। এখানে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভক্তরাই একত্রিত হন। #nadia #nadianews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?