Tripura : বইমেলার এবারের মূলভাবনা 'ভভ্য ভারত" : U Bangla TV

Tripura : বইমেলার এবারের মূলভাবনা 'ভভ্য ভারত" : U Bangla TV

Feb 7, 2024 - 17:05
 0  2

৪২ তম আগরতলা বইমেলার এবারের মূলভাবনা 'ভভ্য ভারত"৪২ তম আগরতলা বইমেলা পরিচালন কমিটির সভা অনুষ্ঠিত হলো আগরতলা সিটি সেন্টার স্থিত পুর নিগমের কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন আগরতলা ত্রিপুরা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা। সভায় জানানো হয়, আগামী ২১শে ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত আগরতলা হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ৪২ তম আগরতলা বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আগরতলা বইমেলার মূলভাবনা "ভব্য ভারত"। প্রতিদিন দুপুর ২ টা ৩০ মিনিট থেকে আগরতলা বইমেলা শুরু হয়ে চলবে রাত ৯ টা পর্যন্ত। সরকারি ছুটির দিনগুলিতে বইমেলা রাত ৯ টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এবারের বইমেলার জন্য একটি আয়োজক, একটি পরিচালন কমিটি সহ আটটি বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। এবারের আগরতলা বইমেলাতে স্টল খোলার জন্য এখন পর্যন্ত ১৪১ টি আবেদনপত্র জমা পড়েছে। এরমধ্যে ১৩২ টি বইয়ের স্টল এবং ৯টি অন্যান্য বিভিন্ন সংস্থার স্টলের আবেদনপত্র রয়েছে। স্টল বন্টনের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল তিনটায় আগরতলা গান্ধীঘাট স্থিত ত্রিপুরা তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তার কার্যালয়ে লটারি অনুষ্ঠিত হবে। এবারের ৪২ তম আগরতলা বইমেলার উদ্বোধনী এবং সমাপ্তি দিনে অনুষ্ঠানের মঞ্চকে যথাক্রমে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির নামে উৎসর্গ করা হবে। #tripura #tripuranews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow